রেড রোডে প্রজাতন্ত্র দিবসে ডাকা হয়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে তা নিয়ে তিনি কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন স্বাধীনতার পরে এই প্রথম হয়েছে, গত বছরও আব্দুল মান্নানকে কার্ড দেওয়া হয়েছিল ফোন করা হয়েছিল ডাকা হয়েছিল। এবছর তা হলো না।

আমার মনে হয় নন্দীগ্রামে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি, তার নির্দেশে হয়েছে। আপনারা জানেন ক্যান্সারেরও কেমো বেরিয়েছে কিন্তু হিংসার কোন ওষুধ বের হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিংসা, যেহেতু আমার কাছে তিনি হেরে বাড়ি গেছেন এটা চিরদিন লেখা থাকবে, হেরেছি হেরেছি হেরেছি।

আজ প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে টাউন ক্লাবের পতাকা উত্তোলনের পাশাপাশি কীর্তনীয়া দের কুড়িটি মৃদঙ্গ বিতরণ, কয়েকটি মন্দিরের সিসিটিভির উদ্বোধন তার পাশাপাশি মন্দিরে র মাইক সেট বিতরণ অনুষ্ঠানে শামিল হন। এই অনুষ্ঠানে আজ যোগ দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরও পড়ুন : Bengal: বাংলায় পালিত হল সাধারণতন্ত্র দিবস, উপস্থিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল

By Sk Rahul

Senior Editor of Newz24hours