রাজ্য-রাজনীতিতে দীলিপ ঘোষ (Dilip Ghosh) মানেই একটি বিতর্কিত নাম! বিতর্ক যেন পিছু ছাড়ে না তার। কোনো না কোনো বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই তিনি সংবাদের শিরোনামে। আজ নেতাজী জয়ন্তী উপলক্ষ্যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দীলিপ ঘোষের।

বাঙালি তথা আপামোর ভারতবাসীর আবেগ জড়িয়ে আছে নেতাজীর নামের সাথে। মহান দেশনায়কের ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘ইন্ডিয়া গেটে’ হলোগ্ৰাম মূর্তির উদ্বোধন করা হয়েছে। এদিকে রেড্-রোডে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভার আয়োজন করেন। আর এ বিষয়েই মন্তব্য করেছেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)।

তৃণমূলের বিরুদ্ধে নেতাজীকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন তিনি। সূত্রের খবর, তার দাবী, ২৩-শে জানুয়ারি এলেই তৃণমূলের মনে পড়ে নেতাজী বলে কেউ ছিলেন। সেইসঙ্গে তার আরও দাবী, নরেন্দ্র মোদী সাত বছরে নেতাজীকে নিয়ে যা করেছেন তা ঐতিহাসিক।

এছাড়া তিনি স্পষ্টই জানান, “যারা নেতাজীকে নিয়ে শুধু রাজনীতি করেছেন তাদের নেতাজীকে নিয়ে বলার কোনো অধিকার নাই।”

অন্যদিকে, দীলিপ ঘোষকে (Dilip Ghosh) কটাক্ষ করে তাপস রায় প্রশ্ন তোলেন, “নেতাজীর তরজা অব্যাহত। বিজেপির কাছে সাভারকার, শ্যামাপ্রসাদ বড়ো। ভারতবর্ষ, বাংলার কাছে নেতাজীর উপরে কেউ নেই। নেতাজীর নামাঙ্কিত ক্ষিদীরপুর ডকের নাম পরিবর্তন হল কেন?”