আগামী ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে উত্তরপ্রদেশের(Uttarpradesh) বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দেশের সবথেকে বড় রাজ্যের রাজনৈতিক দলগুলি ধাপে ধাপে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

এবারের বিধানসভা নির্বাচনেও হিন্দুত্বের ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথকে তাদের মুখ হিসেবে তুলে ধরে ময়দানে নেমেছে গেরুয়া শিবির।

অন্যদিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশের দাবি এবারের উত্তরপ্রদেশের(Uttarpradesh) বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের ভরাডুবি অবশ্যম্ভাবাী। তবে সেই কথা মানতে কোনওরমকভাবেই রাজি নয় বর্তমান মুখ্যমন্ত্রী তথা উত্তরপ্রদেশের বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, যোগী আদিত্যনাথের দাবি, এবারের নির্বাচনে গো-হারান হারবে সমাজবাদী পার্টি।

এমনকি পাঁচবছর শাসন করার পর রাজ্যে কোনও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেই বলেই দাবি করেন তিনি।

যোগীর বক্তব্য, “এই রাজ্যে কোনও বিরোধী দলের কোনো হাওয়া নেই।

আমার কথা মিলিয়ে নেবেন, সমাজবাদী পার্টি ভোটে পরাজয়ের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হন, আগামী ১০ মার্চ ফলাফল ঘোষণা হলে আমার কথাই সত্যি বলে প্রমাণিত হবে।

বিজেপি ৩০০-র বেশি আসন পেয়ে আবার উত্তরপ্রদেশের(Uttarpradesh) সরকারে আসবে এবং সপা লজ্জাজনকভাবে হারবে।”

কয়েকদিন আগে অযোধ্যা নিয়ে গুঞ্জন শোনা গেলেও পরে যোগী বলেন, অভিযোগ খারিজ করে দিয়ে যোগী বলেন,

“আমি গোরক্ষপুর থেকে না দাঁড়ালেও বিরোধীরা আমাকেই নিশানা করত।

অখিলেশ যাদব জাতপাতের সমীকরণ ভেবে নিজের আসন নির্বাচন করবেন। উনি ধর্ম, জাত ও পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী।

কিন্তু আমরা সেটা করি না।” অপর্ণার বিজেপিতে যোগদান প্রসঙ্গে যোগী বলেন,

“বিজেপি কোনও দল বা পরিবারকে ভেঙে দেয়নি। অখিলেশের আত্মীয়দেরই ওই দলে উপেক্ষা করা হয়েছে।

সমাজবাদী পার্টির(Samajbadi party) শাসনে গুন্ডাদের উন্নতি ঘটেছে।

পরিবারতন্ত্রের রাজনীতিকে প্রশয় দিয়েছে সমাজবাদী পার্টি।

অপর্ণাজির নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। সমাজের উন্নয়নে তিনি কাজ করেছেন, পরেও করবেন।

প্রধানমন্ত্রী মোদীর(PM Modi) আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।”