কয়েকদিন আগে নিখোঁজ হওয়া বাংলাদেশি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে ( Raima Islam Shimu) ঢাকার উপকণ্ঠে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে বস্তার ভেতর থেকে তার লাশ পাওয়া যায়।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শিমু হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর ঢাকা পুলিশ শিমুর স্বামী শাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু ফরহাদকে আটক করেছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, “পুলিশ নোবেলকে আটক করেছে এবং পরে সে তার স্ত্রী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

অভিনেত্রী ( Raima Islam Shimu) নিখোঁজ হওয়ার পর শিমুর স্বজনরা এর আগে কলাবাগান থানায় অভিযোগ করেছিলেন।

পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (এসএসএমসিএইচ) পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত চলছে।

৪৫ বছর বয়সী এই অভিনেত্রী ( Raima Islam Shimu) ১৯৯৮ সালে ‘বারতামান’ চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি ২৫ টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগী সদস্য ছিলেন।
চলচ্চিত্রের পাশাপাশি তিনি টিভি নাটকেও কাজ করেছেন এবং প্রযোজনাও করেছেন।

আরও পড়ুন :Naagin 6: ষষ্ঠ সিজনে থাকছে নতুন চমক!