গত কয়েকদিনে তিনশো ছাড়িয়ে গেছে মোট সংক্রমণ! চেষ্টা করা হয়েছিল মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ কমানোর। কিন্তু, হয়নি। গত ২-৩ দিন ফের ৫০-৬০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে। এর মধ্যে পড়ুয়ার সংখ্যাও প্রায় ২০। অগত্যা আগামীকাল থেকে ২৩ জানুয়ারি অবধি টোটাল লকডাউনের পথে হাটল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ।

একদিকে, যখন রাজ্যজুড়ে কিছুটা হলেও লকডাউন বিধি শিথিল করে মেলা ও বিয়েবাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কমেছে সংক্রমণের হারও। ঠিক সেই সময়ই আইআইটি খড়্গপুর সম্পূর্ণ উল্টো পথে হেটে পূর্ণ লকডাউন ঘোষণা করল।

শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত এবং জরুরি পণ্য সংক্রান্ত দোকান ও পরিষেবা চালু থাকবে। বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানা গেছে। বাইরে থেকে ঢোকা এবং বাইরে বেরোনোও বন্ধ থাকবে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৯৩৮৫ জন। তবে, পরীক্ষা হয়েছে মাত্র ৩৫,৫১৫ টি। সংক্রমণের হার ২৬.৪৩ শতাংশ।

আরও পড়ুন : Purba Medinipur : মৃত্যুর পর চক্ষুদান পর্ব পূর্ব মেদিনীপুরে

By Sk Rahul

Senior Editor of Newz24hours