এবার লটারি প্রাপ্তি নিয়ে মুখ খুললেন খোদ অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। মঙ্গলবার বোলপুর সার্কিট হাউসে দেউচা পাঁচামি নিয়ে একটি বৈঠক করেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।

এই বৈঠক সেরে বার হওয়ার পরেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন লটারি প্রসঙ্গে। এর উত্তরে অনুব্রত মন্ডল(Anubrata Mondal) বলেন, ‘টাকা পেলেও আমি পাব।

লোককে দিলেও আমি দেব। আপনাদের জেনে কোনও লাভ আছে!’

এই মন্তব্যে বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়ালেন বীরভূমের তৃণমূল নেতা। এর আগে যদিও লটারি প্রাপ্তির কথা অস্বীকার করেননি অনুব্রত।

এরই মধ্যে ফের তাঁর এই মন্তব্য উদ্বেগ বাড়িয়েছে। আরও জল্পনা বাড়িয়েছে মানুষের মনে।

পাশাপাশি, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-কে দেওয়া সাক্ষাৎকারে অনুব্রত মণ্ডল(Anubrata Mondal) বলেছেন, ‘এক কোটি টাকা পেয়েছি কিনা বুঝতে পারছি না।

নম্বর মিলিয়ে সত্যিই যদি টাকা পাই তাহলে পুরো টাকা দান করে দেব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।’ জাগো বাংলা সূত্রে খবর,

লটারি জয়ের খবর তিনি নিজে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল দাবি করেছিল তাঁর লটারি জয়ের খবর ভুয়ো।

লটারি কেনার নেশা নেই বীরভূমের কেষ্টর। সেক্ষেত্রে কেন লটারি কিনেছিলেন অনুব্রত?

সূত্রের খবর, গাড়ি চালক ও নিরাপত্তা রক্ষীদের থেকে তিনি জানতে পারেন সকলেই কমবেশি লটারি কেনেন। এরপরেই তাঁদের কাছে মজার ছলে লটারি কেনার আবদার করে বসেন অনুব্রত।

তাঁরা অনুব্রত মণ্ডলের নামে একটি লটারিও কেনেন। সেই লটারির টিকিটটিও ছিল নিরাপত্তারক্ষীর কাছেই।

তা দিয়েই কি তবে ‘কেষ্ট’ কোটিপতি হল? দেখা যাক এরপর লটারি নিয়ে কী জানান অনুব্রত।