বেজে গিয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট-যুদ্ধের (UP Election 2022) দামামা। নানা দিক থেকে রাজনৈতিক আঙ্গিকে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এবারের উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন।

আসন্ন উত্তরপ্রদেশ(UP) বিধানসভা ভোটের ময়দানে বিরোধী দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে নামতে চলেছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) ও পশ্চিমঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, সমাজবাদী পার্টি শরদ পাওয়ারের এনসিপি-র (NCP)জন্য বুলন্দশহরের অনুপশহর ও তৃণমূলের (TMC) জন্য মির্জাপুর বিধানসভা আসন ছাড়বে। অনুপশহরে কেকে শর্মা ভোট লড়াই করবেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি, মির্জাপুর থেকে লড়াই করবেন ললিতেশ পতি ত্রিপাঠী।

এদিকে, জানা গেছে যোগী সরকারের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওযার পর সমাজবাদী পার্টিতে যোগদানের কথা ঘোষণা করেছেন স্বামী প্রসাদ মৌর্য।

আগামী ১৪ই জানুয়ারি তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেবেন বলে জানিয়েছেন স্বামী প্রসাদ।

তিনি বলেছেন, আমার কাছে এখনও পর্যন্ত কোনও ছোট-বড় নেতার ফোন আসেনি।

যদি সময় থাকতে সম্পর্ক করতেন, তাহলে ছোট-বড় ইস্যুতে একসঙ্গে কাজ করতাম। তাহলে বিজেপিকে এই পরিস্থিতির মুখে পড়তে হত না।

উল্লেখ্য, গতকালই বিজেপি ছেড়েছিলেন স্বামী প্রসাদ ও তিন বিধায়ক।

মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর দল ছাড়ার ঘোষণা করেন স্বামীপ্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)।

এরপরই বিজেপি(Bjp) ছাড়েন তিন বিধায়ক- রোশনলাল শর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর।

বিজেপি নেতা স্বামীপ্রসাদের বিজেপি ত্যাগের পরই ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানান অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশের(UP) রাজ্যপাল আনন্দীবেন পটেলের কাছে জমা দেওয়া ইস্তফাপত্রে স্বামীপ্রসাদ লিখেছেন,

‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে আমি রাজ্যে শ্রম ও জনকল্যাণমন্ত্রী হিসেবে কাজ করেছি।

কিন্তু এই মন্ত্রী পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। কারণ, যোগী সরকার সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জন্য কোনো কাজ করে না।’