উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন মানেই নাটকীয়তায় পরিপূর্ণ।

এবারও যে তার অন্যথা হবে না তা প্রমাণ করে দিয়েছেন বিজেপি মন্ত্রিসভার মন্ত্রিসভার বিশ্বস্ত মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য।

আর মৌর্যর ইস্তফার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপি বিধায়কের নিখোঁজ হওয়ার রহস্যকে ঘিরে সামনে এসে গিয়েছে ওই পরিবারের পারিবারিক দ্বন্দ্ব।

বিজেপি নেতা তথা এই নিখোঁজ বিধায়কের নাম বিনয় সাক্য।

যিনি বিধুনা থেকে বিজেপি বিধায়ক। ২০১৮ সালে ব্রেন স্ট্রোকের পর থেকেই শয্যাশায়ী বিনয়।

সেভাবে বাইরে বের হতে পারেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে বিনয় টিকিট পাবেন কি না তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।

দু’দুবারের বিধায়ক বিনয়। বিধুনায় সাক্য জনগোষ্ঠীর মধ্যে তাঁর যথেষ্টই প্রভাব ছিল।

এই বিনয়ের মেয়ের নাম রিয়া সাক্য।

যিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কাকা দেবেশ সাক্য এবং ঠাকুমার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছে।

রিয়ার এই ভিডিওতে সে দাবি করেছে যে মঙ্গলবার থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে তার বাবা বিনয়।

কিন্তু অন্যদিকে, বিনয় সাক্য-র ভাই দেবেশ সাক্য-ও অপহরণের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন।

তাঁর পাল্টা দাবি, বিনয় অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর এবং তাঁর মা-এর কাছেই বসবাস করতেন। রিয়ার কোনও অধিকারই বিনয়ের উপর নেই।

রিয়া শুধুমাত্র মেয়ে এবং বাবার প্রতি কোনও দায়িত্ব পালন করেন না।

বরং বিনয়ের নিখোঁজের ঘটনার সঙ্গে তাঁর এবং তাঁর মার কোনও যোগ থাকতে পারে বলেও দাবি করেছেন দেবেশ।

তাঁর পাল্টা অভিযোগ, রিয়া সবকিছু জানে। যদি রিয়ার কাছে বিনয়ের অপহরণের প্রমাণ থেকে থাকে তাহলে সে পুলিশে কেন অভিযোগ করছে না?রিয়াকেএমন চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন দেবেশ।