কেরলের ইদ্দুকি জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজের এসএফআই (SFI) নেতা ধীরাজ রাজেন্দ্রনকে খুনের ঘটনায় অশান্ত গোটা রাজ্য। সোমবার ধীরাজের মৃত্যুর পর থেকেই ইদ্দুকি, মলপ্পূরম, কাসারগড় একাধিক জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।

ছাত্র নেতা খুনের ঘটনায় সিপিএম অভিযোগ করেছে কংগ্রেসের বিরুদ্ধে। শহীদ কমরেড ধীরাজের হত্যার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন মেদিনীপুর কলেজ ইউনিটের উদ্যোগে মেদিনীপুর কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি ও জেলা সহ সম্পাদক রনিত বেরা। কমরেড (SFI) ধীরাজের হত্যাকারীদের শাস্তি চাই বলে স্লোগান তুলেছে তারা। দেশজুড়ে বাড়তে থাকা শিক্ষাক্ষেত্রে গুণ্ডারাজের বিরুদ্ধে ছাত্রসমাজ এক হওয়ার আহ্বান জানিয়েছে।

এর পাশাপাশি শহরের পঞ্চুর চকে শহীদ স্মরণ অনুষ্ঠিত হয়ে সেখানে শহীদের স্মরণে মাল্যদান করেন নেতৃত্বরা। এর পাশাপাশি আজকের এই কর্মসূচিতে কোভিড বিধি মাথায় রেখে দূরত্ব বজায় রেখে সমগ্র কর্মসূচিটি পালন হয়।

আরও পড়ুন : Harshaali Malhotra: ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ছোট মুন্নি