যেমন টুইট তেমনই কাজ হল। শনিবারই নিজের সংসদ এলাকায় দাঁড়িয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আগামী দু’মাস সমস্ত রাজনৈতিক সমাবেশ বন্ধ করা হোক।

তাঁর এই পারমর্শে সায় দিয়েছিলেন তৃণমূলের সকল নেতারাই। এবার রবিবার নিজেই বাতিল করলেন তাঁর গোয়া সফর।

এদিনই গোয়ায় নির্বাচনী প্রচারে তিন দিনের সফরে যাওয়ার কথা ছিল তাঁর।

কিন্তু, কোভিড পরিস্থিতি বিচার করে তা নিজেই পিছিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

জানা গিয়েছে, আপাতত গোয়ায় সফরে যাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবারই কোভিড পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সেখানে কোভিড পরিস্থিতিতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের মিটিং-মিছিল, রোড শো বাতিলের কথা জানিয়েছে কমিশন।

ফলে আপাতত তৃণমূলের কোনও রাজনৈতিক দলই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবে না।

আর এই পরিপ্রেক্ষিতে নিজেই তৃণমূলের নির্বাচনী প্রচারের কর্মসূচি পিছিয়ে দিলেন অভিষেক।

শনিবারই ডায়মন্ড হারবারে নিজের সংসদ এলাকায় রিভিড বৈঠক করেন অভিষেক।

সেখানে বৈঠক শেষ করে তিনি বলেন, ‘প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে কিছু কঠোর সিদ্ধান্ত বাধ্য হয়ে নিতে হয়।

আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কোনও রাজনৈতিক সভা করবে না তৃণমূল।

কোনও ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ করা চলবে না।’

গোটা রাজ্যে বা জেলায় কি রাজনৈতিক সমাবেশ বন্ধ করার নির্দেশ চালু হচ্ছে? জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,

‘রাজ্যে বা জেলায় কোনও নির্দেশিকা চালু করার এক্তিয়ার আমার নেই।

আমি ডায়মণ্ড হারবারের সাংসদ। কেবল নিজের এলাকাতেই এই নির্দেশিকা চালু করার নির্দেশ দিলাম।’

তবে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে সমস্ত দলীয় সাংসদ, বিধায়কদেরও ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত বন্ধ করার নির্দেশিকা জারি করার অনুরোধ করবেন বলে জানিয়েছেন অভিষেক।