মহিলাদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাবিত আইন(New bill) বিবেচনা করার জন্য কোর কমিটিতে (Women Marriage age) মাত্র একজন মহিলা সদস্যা!

তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb)।

এমন একটি স্পর্শকাতর’ বিষয় (Women Marriage age) বিবেচনার কমিটিতে কেন একজন মাত্র মহিলা সদস্য, এই নিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন।

এই স্থায়ী কমিটির চেয়ারম্যান বিজেপির রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধে।

স্থায়ী কমিটিতে মহিলা সদস্যের সংখ্যা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়ে স্থায়ী কমিটির চেয়ারম্যান বিনয় সহস্রবুদ্ধেকে চিঠি লিখেছেন তিনি।

সেই চিঠিতে সুস্মিতা দেব (Susmita Deb) উল্লেখ করেছেন, “রাজ্যসভায় মহিলা সদস্যের সংখ্যা ২৯ জন এবং লোকসভায় ৮১ জন।

আমি নিশ্চিত আমার সম্মানীয় সমস্ত মহিলা সহকর্মীই এই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নিতে সক্ষম।”

সুস্মিতা দেব (Susmita Deb) চিঠিতে বলেছেন, “অবাক হয়েছি।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রক  সম্পর্কিত যে কমিটি, যেখানে মহিলাদের বিয়ের বয়স বৃদ্ধির বিলটি(New bill) খতিয়ে দেখা হবে, পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হবে, সেখানে আমিই একমাত্র মহিলা সদস্য।

এক্ষেত্রে লিঙ্গ বৈষম্য রয়েছে। আমি মনে করি এই বিল নিয়ে বিবেচনার ক্ষেত্রে মহিলাদের নেতাদের মতামত খুব গুরুত্বপূর্ণ।”

এমন গুরুত্বপূর্ণ কমিটিতে একজন মাত্র মহিলা সদস্য রাখার সমালোচনা করে রাজ্যসভার চেয়াম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়েছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।

আরও মহিলা সদস্যকে যাতে বিলটি নিয়ে কমিটিতে মতামত জাননোর সুযোগ দেওয়া হয়, তার জন্য আবেদন জানিয়েছেন তিনি।