আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ার সঙ্গেই হবে পঞ্জাব(Punjab) বিধানসভা নির্বাচন। ভোট ঘোষণার আগে পঞ্জাবে ক্রমশই শক্তি বাড়াচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি।
পঞ্জাবের(Punjab) বিধানসভা নির্বাচনে ভাগ্য পরীক্ষায় নামার আগে চণ্ডীগঢ়ের পুরভোট ছিল আম আদমি পার্টির কাছে অনেকটা পরীক্ষার আগে ঝালিয়ে নেওয়ার মতো।
পুরভোটের ফলাফলেই আপের শক্তিবৃদ্ধির ইঙ্গিত মিলেছে। চণ্ডীগঢ়ের পুরভোটে ৩৫ টি আসনের মধ্যে ১৪ টিতে জিতেছিল আম আদমি পার্টি।
সংখ্যা গরিষ্ঠতা অর্জন না করতে পারলেও জনতার রায়ে সর্ববৃহৎ দল হিসেবে বিজেপি, কংগ্রেস ও অকালি দলকে পিছনে ফেলে উঠে এসেছিল অরবিন্দ কেজরীবালের আমি আদমি পার্টি।
সেই জয়কে উদযাপন করতে চণ্ডীগঢ়ে বিজয় মিছিলে সামিল হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বৃহস্পতিবার, নবনির্বাচিত ১৪ জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কেজরি।
আগামী দিনে জনগণের কাজে নিয়োজিত থাকবেন এবং কোনও রকমের খারাপ কাজের সঙ্গে যুক্ত না থাকার শপথ নিয়েছেন কাউন্সিলররা।
এর পাশাপাশি কেজরীবালের হাত ধরে আগামী দিনে যেকোনো পরিস্থিতিতে আম আদমি পার্টি না ছেড়ে যাওয়ার শপথও নিয়েছেন নবনির্বাচিত কাউন্সিলররা।
দল ছেড়ে না যাওয়ার শপথের পিছনেও অবশ্যই রয়েছে রাজনীতি। চণ্ডীগঢ় পুরসভায় বিজেপি ১২ টি আসনে জিতেছে।
এখন দল ভাঙিয়ে কাউন্সিলরদের নিজের দলে টেনে বোর্ড গঠন করতে পারে বিজেপি, এই সম্ভাবনা থেকেই দল ছেড়ে না যাওয়ার শপথ গ্রহণ করানো হয়েছে।