সদ্য শেষ হয়েছে কলকাতার পুর নির্বাচন। তাতে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। বিপুল জনসমর্থন নিয়ে ফের একবার পুরবোর্ড(Corporation board) গঠন করতে চলেছে তারা।
তবে পুরভোটের(Corporation) পর বিরোধীদের দাবি, ভোট যদি সঠিকভাবে হত, তাহলে জয় এতটা সহজ নাও হতে পারত শাসক দলের জন্য। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন কলকাতার হবু মেয়র ফিরহাদ হাকিম।
বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা।’ তাঁর দাবি, সঠিক প্রার্থী বাছাই না করার জন্যই বিরোধীদের এই অবস্থা।
ফিরহাদ হাকিমের দাবি, কাউন্সিলরের(Counselor) কাজ কী, তা আগে জানতে হবে বিরোধীদের। একজন কাউন্সিলর কেমন হওয়া উচিৎ,
তা বোঝাতে গিয়ে ফিরহাদ বলেন, ‘যখন ডাকি তখনই পাবে মানুষ।
এমন একটা ছেলে যে মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যায়,
দরকার হলে নিজেই রক্ত দিয়ে দেয়, কারও রেশন কার্ড, কারও ভোটার কার্ড করার জন্য দৌড়াতে হবে, সেই ছেলেটা পাড়ার ফেভারিট।
তাকে কিছুতেই হারানো যায় না।’
ফিরহাদের কথায়, তেমন একজনও প্রার্থীকে তৃণমূলের(Tmc) বিরুদ্ধে দাঁড় করাতে পারেনি বিরোধী পক্ষের কেউ।
পাশাপাশি মুখ্যমন্ত্রী যে ভাবে নির্দেশ দিয়েছেন, সে ভাবেই কলকাতার কাজ করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
আগামীদিনে কোন পথে পুরসভার(Corporation board) কাজ চলবে, সেই বিষয়ে আগামী মঙ্গলবার রূপরেখা পেশ করবেন বলে জানিয়েছেন তিনি।
পুরনো কাউন্সিলরদের কাছ থেকে নতুনরা কাজ শিখবেন বলেও জানান নতুন মেয়র।
এ দিন তিনি উল্লেখ করেন, সারা বাংলায় এখন তৃণমূল একমাত্র পথ। মানুষই সে কথা বারবার প্রমাণ করেছেন।
তিনি আরও বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘ কর্মযজ্ঞে শামিল হয়েছেন বলেই ক্রমশ বিরোধীদের সংগঠন দুর্বল হয়ে পড়ছে।’
আরও পড়ুন – Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের জমি নিয়ে কেলেঙ্কারি