মঙ্গলবার গভীর রাতে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। নিষিদ্ধ কাফসিরাপ ফেনসিডিল পাচারের সময় বিএসএফ-এর গুলিতে নিহত হয়এক বাংলাদেশী পাচারকারী।

মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের চৌকি নওয়াদা এলাকায়। সূত্রের খবর, মৃত ওই পাচারকারীর নাম ইব্রাহিম।

ওই ব্যক্তি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধুলিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বিএসএফ সূত্রে খবর, গতকাল রাত দেড়টা নাগাদ আন্তর্জাতিক কাঁটাতারের কাছে ভারতের সীমার মধ্যেই পনেরো থেকে কুড়ি জনের সশস্ত্র একটি দলকে ব্যাগ সমেত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় ৭০ নম্বর ব্যাটালিয়নের কর্মরত জওয়ানদের।

তাঁরা ওই দলটিকে ডেকে কথা বলতে চেষ্টা করলে চোরাকারবারীরা হাঁসুয়া ও ইঁট-পাথর নিয়ে পালটা আক্রমণ চালায় বিএসএফের(BSF) উপর।

আত্মরক্ষার স্বার্থে বিএসএফ(BSF) গুলি চালালে মৃত্যু হয় ওই দলের একজন পাচারকারীর।

জানা গিয়েছে, বাংলাদেশে এই কাফসিরাপ ফেনসিডিল চড়া দামে বিক্রি হয়। সেখানে এটি নেশার দ্রব্য হিসেবে বিক্রি করা হয়।

তাই লাভের লোভে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে নেশার দ্রব্য পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দলটি। রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডের ভিতরে চলে এসেছিল বলে খবর।

ঘটনাস্থল থেকে একটি মোবাইল, দু’টি হাঁসুয়া এবং প্রায় দু’শো বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ। প্রসঙ্গত, এই সীমান্ত দিয়েই কিছু মাস আগে গরু পাচার করতে গিয়ে ধরা পড়েছিলেন কিছু গরু পাচারকারী।

আরও পড়ুন – পুরভোটে কীভাবে ভোট শতাংশ বাড়ল বামেদের