কলকাতা পুরসভা ভোটের ফলপ্রকাশ মঙ্গলবার।

তবে রাজ্য বিজেপি(Bjp) নেতাদের সঙ্গে কথা বললেই মালুম হচ্ছে যে,

সেই ফল নিয়ে তাঁদের যত না চিন্তা তার চেয়ে অনেক বেশি চিন্তা রাজ্য সভাপতি সুকান্ত মজুমজারের টেবিলের ড্রয়ারে ঢোকানো খামে কী আছে তা নিয়ে।

পুরভোটের প্রস্তুতির পাশাপাশি গত কয়েক মাস ধরে বিজেপি-র(Bjp) নতুন রাজ্য কমিটি নিয়ে যে জল্পনা চলছে তা নাকি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

এখন শুধুই নাম ঘোষণার অপেক্ষা।

কবে ঘোষণা হতে পারে তা নিয়েও নানা মত।

কেউ কেউ বলছেন কলকাতা পুরভোটের ফল ঘোষণার পরেই জানা যাবে নতুন কমিটিতে কারা জায়গা পেলেন আর কারা কমিটি থেকে বাদ পড়লেন।

আবার অনেকের বক্তব্য, দলের পক্ষে ‘অপয়া’ এই ২০২১ সালে আর নতুন কমিটি নয়,

নতুন বছরে নতুন কমিটি কাজ শুরু করবে।

বিজেপি(Bjp) সূত্রে জানা গিয়েছে,

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা জানুয়ারির শুরুর দিকে রাজ্যে আসতে পারেন।

সেই সময়ে কলকাতায় সাংগঠনিক বৈঠক ছাড়াও কিছু কর্মসূচি নেওয়া হতে পারে।

এমনটাও ভাবা হচ্ছে যে, নতুন বছরে নাড্ডার(J P Nadda) কর্মসূচির দায়িত্ব দেওয়া হতে পারে নতুন কমিটির হাতে।

তখন নতুন কমিটিকে কাজের নির্দেশিকাও দেবেন তিনি।

রাজ্য বিজেপি-র কেউ কেউ বলছেন,

আগামী ২৫শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে দেশব্যাপী ‘সুশাসন দিবস’ পালন করবে কেন্দ্রীয় বিজেপি।

ওইদিন বাংলাতেও বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি।

সেই কর্মসূচি শেষের আগে নতুন কমিটির ঘোষণা করা হবে না বলে জানিয়েছে রাজ্য বিজেপি।

বিজেপি শিবিরে শোনা যাচ্ছে,

নতুন তালিকা অনুযায়ী যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে সরানো হতে পারে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে(Soumitra Khan)।

তার জায়গায় কে আসবেন তা নিয়ে নানা জল্পনা থাকলেও একাধিক রাজ্য নেতার বক্তব্য,

দলের পুরনো কাউকেই আনা হবে, নতুন কাউকে নয়।

আবার মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) আসতে পারেন মূল সংগঠনে।

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকে বিধানসভার ভিতরে তো বটেই,

বাইরেও বিভিন্ন কর্মসূচিতে দলের মহিলা মুখ হিসেবে দেখা যাচ্ছে।

তার জায়গায় কাকে আনা হবে তা নিয়েও তৈরি হয়েছে জোর জল্পনা।

অগ্নিমিত্রার আগে লকেট এবং তারও আগে রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly) মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হয়েছিলেন।

দুই অভিনেত্রী ও এক জন বিশিষ্ট পোশাকশিল্পী,

পর পর তিন সেলেব সভানেত্রীর পরে

এ বার মহিলা মোর্চা পেতে পারে দলে পুরনো কোনও তরুণ মুখকে।