বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ান দেবনাথ (Narayan Debnath) পা দিয়েছেন ৯৬ বছরে।
ছোটবেলা কমিক বই হোক কিংবা টিভি তে কার্টুন , বাটুল কিন্তু পৌঁছে গেছে বাঙালিদের ঘরে ঘরে।
চলতি বছরে শুরুতে জানুয়ারি মাসে সকলের প্রিয় নারায়ণ দেবনাথ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেসময়ও কিংবদন্তিকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সকলের শুভ কামনায় সেইবার এই বর্ষীয়ান শিল্পীর কোভিড টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছিল।
কিন্তু ফুসফুসে সংক্রমণ ও কিডনির সমস্যা সহ বার্ধক্য জনিত নানা উপসর্গ থাকায় তিনি ভর্তি ছিলেন।
তবুও রাজ্যপালকে বাঁটুলের ছবি একেঁ দিয়েছিলেন কাঁপা হাতেই , পাশাপাশি লিখে দিয়েছিলেন , শুভেচ্ছা সহ আমাদের শ্রদ্ধেয় রাজ্যপাল।
সেই ছবি রাজ্যপাল টুইটে শেয়ার করেছিলেন।
আপামর বাংলার মানুষ দেখেছিলেন , যে হাতের সৃষ্টি একদিন ঘরে ঘরে ছোট থেকে বড়ো সকলকে আনন্দ দিয়েছে সেই হাত এখনো চলমান।
নারায়ন দেবনাথকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে।
আজ সবার প্রিয় হাঁদা-ভোদার স্রষ্টা, বাঁটুল দি গ্রেটের স্রষ্ঠা নারায়ান দেবনাথকে (Narayan Debnath) দেখতে গেলেন স্বয়ং রাজ্যপাল।
হাওড়ার শিবপুরে তাঁর বাড়িতে সস্ত্রীক আসেন রাজ্যপাল।পদ্মশ্রী প্রাপ্ত বাংলা তথা দেশের অন্যতম কার্টুনিস্ট তথা লেখককে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এই বছরের শুরতেও তাঁর সাথে দেখা করেছিলেন রাজ্যপাল।
ফের বছরের শেষে নারায়ন দেবনাথের (Narayan Debnath) সঙ্গে দেখা করে অত্যন্ত সন্তুষ্ট ধনখড়।
রাজ্যপাল এদিন জানিয়েছেন, ওনার থেকে আর্শীবাদ নিয়েছেন তিনি । নিজের জীবন থেকে সমাজকে সঠিক দিশা দেখিয়েছেন নারায়ণ দেবনাথ , এমনটাও জানান ।
তাঁর অলঙ্করন অর্থাৎ সৃষ্টিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন রাজ্যপাল। মোদী প্রসঙ্গও টেনেছেন তিনি। ধনখড় জানান , শিল্পীর চিকিৎসার জন্য রাজভবনের তরফে সাহায্য করা হবে। ”
কলকাতার বেশিরভাগ একান্নবর্তী পরিবারে ওনার কমিক বই ক্ষুদেদের আনন্দ দিয়ে এসেছে বরাবর । বাচ্চা থেকে বুড়ো সবাই ছিল বাটুল , হান্ডা ভোঁদা আর নন্টে -ফন্টে এর ভক্ত।
রাজ্যপাল আসার খবর মিডিয়া প্রকাশিত হওয়ার পর ওনার সুস্থতার কামনা করেছেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন : Aryan Khan: হাইকোর্টে দ্বারস্থ আরিয়ান , কিন্তু কেন ?