বিএসএফ-র(BSF) ক্ষমতা বৃদ্ধি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত লেগেই রয়েছে গত নভেম্বর মাস থেকেই। এবার সেই নতুন করে বিতর্কের বীজ বুনে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী(BJP leader Shuvendu Adhikari)।
তাঁর সাফ দাবি, ইচ্ছাকৃত ভাবেই রাজ্য পুলিশ ও বিএসএফ-র(BSF-State Police) মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়(Trinamool leader Mamata Banerjee)।
এমনকী এই অভিযোগ খতিয়ে দেখার জন্য দরবারও করেলন ধানমন্ত্রীর অফিস (PMO), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry) এবং প্রতিরক্ষা মন্ত্রকেও(Defense Ministry)।
বর্তমানে যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এদিকে মুখ্যমন্ত্রীর এই জাতীয় মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী আগেই দিয়ে রেখেছিলেন শুভেন্দু।
এমনকী বুধবারই এই বিষয়ে রাষ্ট্রপতি, রাজ্যপালের কাছে আবেদন করার কথাও জানিয়েছিলেন। গতকালই একটি সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন,
“বিএসএফ(BSF) আমাদের সুরক্ষা দেয়, মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ বাইরের লোক।
এটা করে জঙ্গিবাদ, নারী পাচার, গরু পাচারকারীদের উৎসাহিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছেন তিনি।”
তখনই রাষ্ট্রপতি, প্রধা এবার সেই বক্তব্যের রেশ টেনেই বৃহস্পতিবার বেশ কড়া ভাষায় একটি টুইট করতে দেখা গেল রাজ্যের এই বর্ষীয়ান বিজেপি নেতাকে।