শুরুটা ভালো হলেও,,আইএসএল এর চলতি মরশুমে খারাপ সময় যেন পিছু ছাড়তেই চাইছে না ATKMB র।। গত ১ লা ডিসেম্বর “মুম্বাই সিটি এফ.সি”র বিরুদ্ধে ৫-১ গোলে লজ্জাজনক হারের পর গতকাল অর্থাৎ ৬ তারিখ সান্ধ্যকালীন নৈশালকে “জামশেদপুর এফ.সি”র বিরুদ্ধে খেলতে নেমে ২-১ গোলের ব্যবধানে আবার হারের সম্মুখীন হতে হয় আইএসএল এ প্রতিদ্বন্দ্বিতা করা বাংলার অন্যতম প্রতিনিধি এই ফ্রাঞ্চাইচি ফুটবল দলকে…
ম্যাচের ৩৭ মিনিটেই একটি দুর্দান্ত গোল করে “জামশেদপুর” কে এগিয়ে দেন S.Doungel।। রয় কৃষ্ণারাও একের পর আক্রমণ তুলে আনার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হোন,,ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে…
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের মধ্যে একাধিক পাস খেলে বিপক্ষের গোলমুখে হানা দেওয়ার চেষ্টা করতে থাকেন কৃষ্ণা-হুগো বুমোস-জনি কাউকো রা,,কিন্তু কাজের কাজটি করতে ব্যর্থ হোন।। অন্যদিকে গোলসংখ্যা বাড়াতে মরিয়া জামশেদপুর এর ফুটবলাররাও একের পর আক্রমণ শানাতে থাকেন,,টানটান উত্তেজনায় ম্যাচটি যখন বেশ জমে ওঠে ঠিক তখনই ম্যাচের ৮৪ মিনিটে জামশেদপুর এর হয়ে দ্বিতীয় গোলটি করে যান Alex,,ম্যাচ হয়ে যায় ২-০।। ঠিক তার ৪ মিনিট পরেই অর্থাৎ দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে “প্রীতম কোটাল” ATKMB র হয়ে একটি গোল করে ম্যাচ ২-১ করেন,,কিন্তু গতকাল অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা “রয় কৃষ্ণা” সহ কলকাতার আক্রমণ ভাগের ফুটবলাররা সকলেই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচে ৬৩ শতাংশ বল পজিশন রেখেও ২-১ গোলে ম্যাচটি হারতে হয় “হাবাস বাহিনী” কে…
ম্যাচ শেষে ATKMB র গোলমেশিন “রয় কৃষ্ণা” বলেন যে – “দল একটা খারাপ সময় এর মধ্য দিয়ে যাচ্ছে,আশা করি আমরা আগামী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবো”…
গতকাল এর ম্যাচটি হারার ফলে এই সংযোজন লেখা পর্যন্ত ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ATKMB বর্তমানে লীগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে…
এবার এটাই দেখার হাবাস তাঁর রণকৌশল এর মাধ্যমে আগামী ম্যাচ থেকেই দলের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন কিনা,,নাকি পুনরায় ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করবে সবুজ-মেরুন বাহিনী,,সেটার উত্তর তো সময়ই দেবে..