শীতকালীন ভাতা হিসেবে ভোট কর্মীদের ২৫০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন (Commission On KMC Election 2021)।
শুধুমাত্র কলকাতা পুরসভার ভোট এর জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন(Election commission)।
ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত আর বহাল থাকবে না। একটি নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন(Election commission)।
দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনেরকে এমন নির্দেশিকাই পাঠালো রাজ্য নির্বাচন কমিশন (Commission On KMC Election 2021)।
প্রসঙ্গত, আগামী ১৯শে ডিসেম্বর কলকাতা পৌরনিগমের ১৪৪ টি আসনে নির্বাচন (Kolkata Municipal Corporation Election) হবে বলে ঘোষণা করা হয়েছে।
এই বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নির্বাচনের নিরাপত্তা বাহিনী সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে মঙ্গলবার।
রাজ্য নির্বাচন কমিশন(Election Commission) সূত্রে খবর পাওয়া গিয়েছে, জমা দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদানের কোনও উল্লেখ নেই।
অর্থাৎ, আসন্ন কলকাতা কর্পোরেশনের নির্বাচনে যৌথভাবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশই নিরাপত্তার দায়িত্ব সামলাবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷
এর আগে রাজ্যপালের তরফ থেকে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কেন দেওয়া হবে না তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে (Commission On KMC Election 2021) বিস্তারিত একটি চিঠি দেওয়া হয়েছিল।
সেই চিঠির উত্তরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে,
রাজ্য প্রশাসন ও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ সক্ষম পুলিশ রাজ্যে রয়েছে।
সেই কারণেই কেবল কলকাতার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।
রাজ্য পুলিশের সাহায্যেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে।
পুরভোটে নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নিতে রাজ্য ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মীরা ধাপে ধাপে বৈঠকে বসছেন বলে জানা যায়।