গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ সোমবার খারিজ করে দিল আদালত(High Court)। নির্দেশ খারিজ করল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।

সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে হাইকোর্টের(High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করল সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়া অনুসন্ধানকারী দলে থাকছেন আরও তিন সদস্য।

কে কে থাকছেন ওই অনুসন্ধানকারী দলে? সূত্রের খবর, আদালতের(High Court) গঠিত এই অনুসন্ধানকারী দলে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে থাকছেন আশুতোষ ঘোষ।

এছাড়াও থাকছেন মধ্যশিক্ষা পর্ষদের সহ-সচিব (প্রশাসন) পারমিতা রায়।

সেইসঙ্গেই থাকছেন হাইকোর্টের একজন আইনজীবী অরুণাভ ব্যানার্জি।

এই অনুসন্ধানকারী দলকে ২ মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, আদালত আরও জানিয়েছে যে, দলের সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য।

একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে(SSC) মঙ্গলবারের মধ্যে সমস্ত সুপারিশপত্র হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

অন্যদিকে, আদালতে এই মামলায় আবার বিতর্কিত সওয়াল করেন নিযুক্তদের আইনজীবী।

তিনি দাবি করেন, “এই মামলায় আর কোনও তদন্তের প্রয়োজন নেই।

মামলাকারীরা সিঙ্গল বেঞ্চের আবেদনপত্রে কোনও তদন্তের দাবি করেনি।”

কিন্তু এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডন সাফ বলেন,

“মামলার শুনানি চলাকালীন সবপক্ষই স্বীকার করেছে এবং নথিও বলছে যে দুর্নীতি হয়েছে।

তাই এই মামলায় তদন্ত করে সত্য উদঘাটনের প্রয়োজন রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তদন্তে ন্যূনতম অনিয়ম হয়ে থাকলেও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত করতেই হবে। আদালত নীরব দর্শক হয়ে কখনই থাকবে না।”

আরও পড়ুন – নাগাল্যান্ডের ঘটনায় টুইট অমিত শাহের