কৃষি আইন(Farmers law) প্রত্যাহার হয়েছে চারদিন হল। এর চারদিন পরই সুর নরম হয়েছে সংযুক্ত কিষান মোর্চার।

প্রথমবার কৃষক(Farmers) বিক্ষোভ প্রত্যাহার করার ইঙ্গিত দিল কৃষকদের বিভিন্ন সংগঠনের ঐক্যমঞ্চ। কৃষক আন্দোলন কোন পথে এগোবে তা ঠিক করতে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল সংযুক্ত কিষান মোর্চা।

সেখানে সরকারের সঙ্গে আলোচনার জন্য ৫ সদস্যের এক কমিটি গঠন করেছে কৃষক মোর্চা(Farmers union)।

সেই সঙ্গে সংযুক্ত কিষান মোর্চার (SKM) তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে,সরকারের সঙ্গে আলোচনা যদি সদর্থক হয়, তাহলে কৃষকরা আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হতে পারে।

তবে, আপাতত আন্দোলন(protest) বহাল থাকবে।

বস্তুত, কৃষকদের প্রায় এক বছরের আন্দোলনের পর গুরুনানকের জন্মদিন দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেদিনই আন্দোলন ছেড়ে কৃষকদের চাষের কাজে মাঠে নামতে অনুরোধ করেন মোদি (Narendra Modi)।

কিন্তু কৃষকরা প্রধানমন্ত্রীর মুখের কথায় ভরসা রাখতে পারেননি।

তারপর কেন্দ্র সংসদে বিল পেশ করে সরকারিভাবে আইন প্রত্যাহার করেছে।

কিন্তু কৃষক বিক্ষোভ প্রত্যাহার হয়নি এখনো।

সংযুক্ত কিষান মোর্চা সেসময় জানিয়ে দেয়, কৃষি আইন (Farm laws) প্রত্যাহার ছাড়াও কৃষকদের আরও বেশ কিছু দাবি আছে।

সেসব দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার যতদিন না আলোচনা শুরু করছে ততদিন এই আন্দোলন চলবে।

সেই হুঁশিয়ারির পরই কৃষকদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করে সরকার।

দিন কয়েক আগে কেন্দ্রের এক মন্ত্রী সংযুক্ত কিষান মোর্চার নেতাদের ফোন করেন এবং আলোচনায় আহ্বান জানান।

শুধু তাই নয়, শুক্রবার নাকি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কৃষকনেতাদের ফোন করেন।

কৃষকনেতা যুধাবীর সিং জানিয়েছেন,”আমিত শাহ গতকাল রাতে ফোন করেছিলেন।

তিনি বলেন, আইন প্রত্যাহার হয়েছে।

সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের ব্যাপারে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীই ফোনে বলেন আমরা কমিটি গঠন করে সরকারের সঙ্গে আলোচনায় বসি।”