জাওয়াদ ঘূর্ণিঝড়ের সতর্কতায় দীঘাসুমদ্র তীরবর্তী এলাকা জুড়ে এনডিআরএফ টিমের টহল শুরু ।। বড় দুর্যোগের মুখে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তার প্রভাবে শনিবার ও রবিবার পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় অতি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ আসার আগেই অবশ্য তা মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্ৰশাসনের একটি বৈঠক হয়েছে। জেলাজুড়ে জারি করা হয়েছে দুর্যোগ সতর্কতা। চলছে মাইকিং। দুর্যোগ বার্তা পেয়ে সমুদ্র থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত সমুদ্রস্নানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির কারণে কৃষিক্ষেত্রেও বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মাঠে পড়ে রয়েছে নানা ফসল। বৃষ্টি নামার আগে ওই ফসল নিয়ে কৃষকমহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই কৃষিদপ্তরের পক্ষ থেকে ফসল তুলে নেওয়ার জন্য কৃষকদের কাছে আবেদন করা শুরু হয়েছে চলছে গ্রামে গ্রামে মাইকিং। শুরু হয়েছে এনডিআরএফের টহল। পর্যটক দের নিষেধ করা হয়েছে। দীঘা, মন্দারমনি, তাজপুর,শংকরপুর,উদয়পুর যাতে এই কয়েক দিন পর্যটক না আসে। এই মহুর্তে দীঘা সহ পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্র গুলি থেকে পর্যটকরা যেনো বাড়ি ফিরে জান তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলার প্রত্যেকটি বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারী কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। সুমুদ্র তীরবর্তী গ্রাম গুলি থেকে বাসিন্দাদের সরে আসতে বলা হয়েছে। ফ্লাড সেন্টার গুলো খুলে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে শুকনো খাওয়ার ত্রিপল বেবিফুড ঔসধ মুজুত। করা হয়েছে।