ঘটনাটি ঘটে খোদ উত্তর কলকাতার বুকে ঘটনাটা ঘটেছে “সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়”

(Sanskrit College and University) এর সংস্কৃত বিভাগের এক ছাত্রীর সাথে।

 

সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের(Sanskrit College and University) সংস্কৃত বিভাগের একজন অধ্যাপক, পরিতোষ দাস,

সংস্কৃত বিভাগেরই একজন ছাত্রীকে অফলাইন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এমন নাম করে নিজের ফ্ল্যাটে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করেন।

 

ঘটনাটির বিবরণ অনেকটা এরকম অভিযোগকারী ছাত্রী এবং

তার এক বন্ধু কোনো একটি বিষয় বুঝতে না পেরে অধ্যাপক পরিতোষ দাসকে(Poritosh Das) বলেন বুঝিয়ে দেওয়ার জন্য,

অধ্যাপক রাজিও হন, শুধু বলেন যাতে কিছু সময় পর ওনার সাথে ঐ ছাত্রীরা আবার যোগাযোগ করে।

 

যথারীতি কিছুদিন পর যখন ঐ ছাত্রী দুজন যোগাযোগ করে,

এবং অধ্যাপক তাদের ক্লাসও নেন, শেষে উনি বলেন যে উনি একটি অফলাইন পরীক্ষা নেবেন নিতে চান।

 

অফলাইন পরীক্ষা নেওয়ার ছুঁতোয় তখন ওই স্যার ঐ দুজন ছাত্রীকে তার দমদমের(Dumdun) ফ্ল্যাটে আসতে বলেন।

 

কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার দিন একজন ছাত্রী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় যেতে পারেনি,

তাই অন্য জন একাই দমদমের ফ্ল্যাটে পরীক্ষা দিতে চলে যায়।

 

দমদমে অটো থেকে নেমে সে দেখে স্যার দাঁড়িয়ে রয়েছেন এবং

খুব স্বাভাবিক ভাবেই ওর পাশে পাশে হেঁটে ওকে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে যান ওই অধ্যাপক।

 

তাই স্যারের সাথে সহজেই ফ্ল্যাটে ঢুকে যায় সে।

 

ওর বয়ান অনুযায়ী ফ্ল্যাটটি দীর্ঘদিন ব্যবহার করা হয় না তা বোঝা হচ্ছিল তাই যথেষ্ট অপরিচ্ছন্ন হয়ে ছিল।

 

অধ্যাপক বলেন যে ঘর পরিষ্কার করবেন উনি একটু অপেক্ষা করতে।

ঘর পরিষ্কারের কাজে হাত লাগায় মেয়েটিও, তখন পরিতোষ দাস তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং একটি দেওয়ালের গা ঘেঁষে খুব চেপে দাঁড় করিয়ে দেন।

 

ছাত্রীটি ক্রমশ ওনার হাত থেকে নিজেকে ছাড়তে চাইলে উনি আরো শক্ত করে ছাত্রীটিকে ধরে তাকে বলেন, “তুমি আমার চোখের দিকে তাকাও ,

তুমি যেমনটা ভাবছ আমি তেমন কিছু করতে চাই না”।

ছাত্রীর বয়ান অনুযায়ী ওর ফোন কেড়ে নিয়ে দরজা বন্ধ করে আটকে রাখা হয়েছিল।

 

অবশেষে পরিতোষ দাস ওর প্রতির স্নেহের নিদর্শন দেখিয়ে ওকে একটি চকলেট দেয় এবং

বলে যাতে বাড়ী পৌঁছে ছাত্রী ওনাকে অবশ্যই ফোন করে জানায়।

 

বুধবার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের(Sanskrit College and University) ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো শুরু করে।

 

অধ্যাপক পরিতোষ দাসের পদত্যাগ দাবি করেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন – মুম্বাইতে একের পর এক বৈঠক মমতারhttp://newz24hours.com/2021/12/mumbai-welcomed-mamata-banerjee-warmly/