রাস্তা করলে তৃণমূল(Tmc) নেতার দখলে থাকা পুকুর ছোট হয়ে যাবে! আর তাই পুরসভা রাস্তা তৈরি করে দিচ্ছে না বলেও অভিযোগ করে লাভ হচ্ছে না কোনো।

তাই কোনোভাবেই পাকা রাস্তা না পেয়ে পুকুরের এক কোমর জলে নেমেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। এমনকি শিশু কোলে নিয়েও তাদের নামতে হচ্ছে জলে!

এমনই অভিযোগ শোনা গেল পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোপালনগরের কয়েকটি পরিবারকে।

অভিযোগ, দীর্ঘ ২০ বছরেও তৈরি হয়নি পুকুরের উপর পাকা রাস্তা।

ফলে রাস্তা না পেয়ে ঝুঁকিপূর্ণ ভাবেই পুকুরে নেমেই যাতায়াত করতে হচ্ছে।

বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির জন্য স্থানীয় ওই তৃণমূল নেতা সহ পুরসভাতে গিয়ে বাসিন্দারা বার বার অভিযোগ করেও কোনও লাভ হয়নি।

উল্টে সেই এলাকার কিছু লোক বিজেপিকে(Bjp) ভোট দেওয়ার জন্য সেই এলাকার রাস্তা হবে না বলেও নাকি সাফ জানানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ,

দাইহাঁটের ওই পুকুর এলাকার প্রভাবশালী এক তৃণমূল(Tmc) নেতা তথা পুরকর্মী গৌতম চন্দ্রের।

ওই এলাকায় পাকা রাস্তা তৈরি করলে তাঁর পুকুরের অংশ ছোট হয়ে যাবে, আর সেই কারণেই রাস্তা তৈরিতে বাধা দিচ্ছেন তিনি বিগত কয়েক বছর ধরে।

পুর প্রশাসক তাঁর খাস লোক। তাই প্রভাব খাটিয়ে পুরসভাকেও রাস্তা তৈরি করতে আটকাচ্ছেন গৌতম চন্দ্রই।

খবরটি চাউর হবার পর স্বাভাবিক ভাবেই এই অভিযোগ মানতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম চন্দ্র(Goutam Chandra)।

অন্যদিকে পুর প্রশাসক শিশির কুমার মন্ডল জানান, রাস্তা তৈরির পরিকল্পনা নাকি হাতে নেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

তিনি আরও জানান, শিগগিরই কাজ শুরু করা হবে ওই রাস্তা তৈরির।

এই নিয়ে বিজেপির কটাক্ষ,এলাকার বাসিন্দাদের গায়ে তৃণমূল(Tmc) তকমা লাগলেই রাস্তা খুব সহজেই তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন – LPG: এলপিজি গ্যাসে কীভাবে পাবেন বাড়তি ভর্তুকি