গত ২৪ ঘণ্টায় রাজ্যের (Corona Virus Bengal Update) করোনা পরিস্থিতি একইরকম উদ্বেগজনক থেকে গেছে ।
শনিবার সামান্য হলেও কমেছে দৈনিক সংক্রমণ। বেড়েছে মৃত্যু। পাশাপাশি , বেড়েছে কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যাও।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী (Corona Virus Bengal Update) , গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০১ জন, যা শুক্রবারের চেয়ে কম।
এই নিয়ে টানা তিনদিন পর পর নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ ।
সংক্রমণের নিরিখে বরাবরের মতোই কলকাতা রাজ্যের শীর্ষে। শহরে একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ২১৪ জন।
এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং হুগলি। দুই জেলায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১২৪ ও ৬০।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৪ হাজার ১৫২ জন।
বাংলায় (Corona Virus Bengal Update) একদিনে করোনাতে প্রাণ হারিয়েছে ১১ জন। ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫০ জন।
সর্বাধিক মৃত্যুর হয়েছে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় । কলকাতা ও পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ৪ জনের।
করোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছেন ৭১৭ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৮৬ হাজার ৮৮২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩১ শতাংশ।
সূত্র থেকে খবর , একদিনে ৩৭ হাজার ১৮০ জনের কোভিড টেস্ট হয়েছে।
এখনও পর্যন্ত মোট ২ কোটি ০২ লক্ষ ২২ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভিটি রেট ১.৮৯ শতাংশ।
করোনাকে মোকাবিলা করার জন্য টিকাকরণের উপরেই জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রায় ৬ লক্ষ ৭৭ হাজার ৯৩০ জনের করোনা টিকাকরণ হয়েছে।
তার মধ্যে ২ লক্ষ ১৩ লক্ষ ৫৭৫ জন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৫ জনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে।
কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানে থাকারই পরামর্শ বিশেষজ্ঞরা। উদাসীনতাই বিপদের কারণ বলেই চিহ্নিত করছেন তাঁরা।
আরও পড়ুন :Esha Gupta : সবসময় নির্ভীকভাবে থাকেন এশা গুপ্তা