আবার একবার বিস্ফোরণে(Blust) কেপে উঠল আফগানিস্তানের (Afghanistan) মাটি। এবার হামলা চলল কাবুল(Kabul)-র কার্তে পারওয়ানে (Karte Parwan) নামক একটি জায়গায়।

সেখানে অবস্থিত গুরুদ্বার রোডের (Gurudwara Road) একটি গুরুদ্বারে বৃহস্পতিবার বিকেল নাগাদ ভয়াবহ বিস্ফোরণ(Blust) হয়। ঘটনার জেরে ওই এলাকায় হতাহতের কোনও খবর মেলেনি এখনও অবধি।

গোটা এলাকা তারপর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। গত বুধবারই তালিবান(Taliban) শাসনের ১০০ দিন পূর্ণ হয়েছে।

তার পরেরদিনই ফের ভয়াবহ বিস্ফোরণে(Blust) কেঁপে উঠল কাবুল।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ আচমকাই  কার্তে পারওয়ানের গুরুদ্বার রোডে ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটে।

সেই সময় ওই জায়গায় বেশ অনেকজন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

তবে কারও মৃত্যুর কোনও খবর মেলেনি এখনও।

প্রসঙ্গত, তালিবান আফগানিস্তানের(Afganistan) ক্ষমতা দখলের পরই ভারত নিজের দেশের নাগরিকদের উদ্ধারকার্য শুরু করেছিল।

কিন্তু তালিবানদের দেওয়া সময়সীমা ৩১শে অগস্টের মধ্যে সমস্ত ভারতীয়দের উদ্ধার করে আনা সম্ভব হয়নি।

এখনও অবধি ২৩৫ জন হিন্দু ও শিখ আফগানিস্তানেই(Afganistan) রয়ে গিয়েছেন।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পর এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন শিরোমণি আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং।

তিনি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটার পর অ্যাম্বুলেন্সের(Ambulance) ছোটাছুটি দেখা যাচ্ছে। টুইট করে তিনি লেখেন,

কাবুলের ‘সঙ্গতে’র মাধ্যমে আমি বিস্ফোরণের খবর পাই।

তবে যারা উপস্থিত ছিলেন সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

একইসঙ্গে তিনি এও বলেন, আফগানিস্তানের(Afganistan) পরিস্থিতি প্রতিনিয়ত আরও খারাপ হয়ে চলেছে।

আরও পড়ুন – Hospital: যমে মানুষে টানাটানি, তাও ছুটি দিল হাসপাতাল