এসএসসি গ্রুপ ডি-তে(Group D) কর্মী নিয়োগের ‘দুর্নীতি’ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
পাশাপাশি সিবিআই অনুসন্ধানের ওপরও স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
বুধবার এই স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত। স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রূপ ডি(Group D)মামলার যাবতীয় নথি সিল করে বুধবারের মধ্যেই আদালতে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে সেই নথি।
আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে।বুধবারের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়ালে বলা হয়,
‘রাজ্য পুলিশ যখন আছে তখন মামলার ভার সিবিআইকে দেওয়া ঠিক নয় এখনই।
পুলিশ কাজ করতে না পারলে তারপর বিচার করে দেখা হবে।’
আদালতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, ‘পুলিশের কাছে এমন কোনও অভিযোগ দায়ের হয়নি।
আর পুলিশ অভিযোগ পেয়েও কাজ করেনি, এমন কোনও অভিযোগও নেই।
পুলিশকে তদন্ত করার কোনও আবেদন মামলাকারীরা করেননি।’
অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করার বিষয়ে কমিশন সহমত ছিল।
লখিমপুর খেরির ঘটনাতেও সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, স্কুলের গ্রুপ-ডি(Group D) কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে,
এই মামলার তদন্তের ভার সিবিআইকে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন – Dilip Ghosh: খেলা হবে স্লোগান দিলীপ ঘোষের গাড়ির সামনে