তথাগত রায়ের(Tathagata Roy) সঙ্গে বেশ কিছুদিন ধরেই মতপার্থক্য দেখা দিয়েছে দিলীপ ঘোষের।

শনিবার সকালে টুইট করে দল ছাড়ার জল্পনা উস্কে দেন তথাগত রায়।

তা নিয়ে ‘পাগলা দাশু’-র সংলাপ উদ্ধৃত করে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এ বার একই বিষয় নিয়ে তথাগতকে বিঁধলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও।

সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে তিনি বলেন, ‘‘উনি আমাদের দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো তেমন কিছু জানা নেই।’’

এরপর তিনি আরও সংযোজন করেন, ‘‘উনি কী করবেন না করবেন, তা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ওঁকে নিয়ে আমার ভাবার মত কোনো সময় নেই।

আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবতে পছন্দ করি।’’ শনিবার সকালে টুইট করে তথাগত রায় লেখেন,

‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’ এর পরই রাজনৈতিক মহলে তথাগত রায়ের(Tathagata Roy) পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

সংবাদমাধ্যমে এই টুইট নিয়ে প্রশ্ন করা হলে তথাগত(Tathagata Roy) বলেন,

‘টুইটে যা লিখেছি, তার বাইরে একটিও কথা বলব না এখন আর আমি।’

তাঁকে প্রশ্ন করা হয়, তিনি বিজেপি দল ছাড়ছেন কিনা? উত্তরে তথাগত রায় বলেন,

‘আমি টুইটে ‘আপাতত’ শব্দটি লিখেছি। এর থেকে বেশি আর কিছু বলব না আমি।’

এই নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপের জবাব, ‘‘উনি একটা সময় বিজেপি করতেন।

Dilip Ghosh bursted out about Tathagata
দিলীপ ঘোষ

তখন আমি দলের তরফে কোনো দায়িত্বে ছিলাম না।

এর পর আমি যখন দায়িত্বে আসি, উনি তখন মেঘালয় রাজ্যের রাজ্যপাল।

ফলে ওঁর সঙ্গে একসাথে কাজ করার সুযোগ আমার হয়নি।

আর এখন উনি কী করছেন, তা সবাই দেখতেই পাচ্ছেন। উনি থেকেই বা কী লাভ হচ্ছে বিজেপির।’’

আরও পড়ুন – BJP: বিজেপি ছাড়ার ইঙ্গিত তথাগত রায়ের