গুরুনানক জয়ন্তীতে দেশবাসীর উদ্দেশে আচমকাই এক ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws) প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকে কার্যত আনন্দের ঢেউ বয়ে চলেছে গোটা দেশে। লাগাতার এক বছরের বেশি সময় ধরে চলা এই কৃষক আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়েছিল লাল ঝান্ডার শিবির।

এ বার, কৃষকদের আজকের জয়ে শুভেচ্ছা বার্তা জানালেন বাম নেতারা। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর(Ashok Bhattacharya) কথায়,

“আজকের ঘোষণা কৃষকদের এক ঐতিহাসিক জয়। আমি স্বাধীনতা আন্দোলন দেখিনি। কিন্তু এই আন্দোলন নিজে চোখে দেখলাম।

ধারাবাহিকভাবে এই আন্দোলনের চাপেই ওই তিনটে কৃষি আইন(Farm Law) প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে কেন্দ্র। আমরাও শিখলাম।

আন্দোলনের ধারা আগামীতেও এমনটাই থাকা উচিৎ।

আশা করি কৃষি আইন(Farm Law) প্রত্যাহারের পাশাপাশি, অন্য সব ক্ষেত্রেও জনগণের স্বার্থে ধীরে ধীরে পিছু হটবে কেন্দ্রীয় সরকার।”

অন্যদিকে, সিপিএম এর কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তীর(Sujan Chakraborty) কথায়, “প্রধানমন্ত্রীর অহংকারের অবসান হল।

বিগত এক বছর ধরে এই কৃষক আন্দোলন চলেছে।

এই জয় সাধারণ কৃষকদের জয়।

এই আন্দোলন করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে অনেক কৃষকদের।”

পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু(Biman Basu) বলেন,

“বিতর্কিত তিনটি বিল গায়ের জোরে পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার।

জবরদস্তি ওই তিনটি বিল চালু করবে বলে উঠে পড়ে লেগেছিল ওঁরা।

বিগত এক বছরের এই কৃষক আন্দোলনে ১০০ জনের বেশি কৃষক প্রাণ দিয়েছেন।

তাঁদের প্রাণ দেওয়া ব্যর্থ হয়নি। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে জনগণ ক্ষেপে গেলে তার ফল কী হবে!

যে কৃষকরা তাঁদের মহামূল্য জীবন দিয়ে গেলেন প্রতিবাদ করতে গিয়ে তা কি ফিরিয়ে দিতে পারবেন মিস্টার মোদী? এই জয় কৃষকদের একটি বড় জয়।”