বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিশিষ্ট ব্যক্তিদের একাংশ, তাঁদের মধ্যে রয়েছেন অপর্ণা সেন(Aparna Sen)।
পাশাপাশি, রাজ্যের তৃণমূল সরকারের পাশে দাঁড়িয়েছে সিপিএম এবং কংগ্রেস।
এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন বিমান বসু এবং অধীর চৌধুরী।
বাম-কংগ্রেসের এই বিরোধী অবস্থানকে স্বাগতও জানিয়েছে তৃণমূল।
পাল্টা মুখ খুলেছে রাজ্য বিজেপির অনেকেই।
রাজ্য সরকারের অবস্থানকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন অপর্ণা সেনও(Aparna Sen)।
বিএসএফের কাজের এক্তিয়ার বৃদ্ধি করা নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বিশিষ্ট পরিচালক অপর্ণা সেন।
একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে অপর্ণা সেন(Aparna Sen) বলেছেন,
‘সবচেয়ে আগে বলা দরকার, ১৯৪৫-র জেনিভা কনভেনশন অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার পিলার (আইবিপি) অর্থাৎ বর্ডার থেকে দেড়শো গজ দূরে থাকবে কাঁটাতারের বেড়া বা দেওয়াল।
কিন্তু সেগুলো বাড়তে বাড়তে ইতিমধ্যেই অনেক জায়গায় ৬ কিলোমিটার(6 Km), আবার অনেক জায়গায় ১২ কিলোমিটার(12 Km) হয়ে গেছে’।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান(Soumitra Khan) অর্পণা সেনকে কটাক্ষ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় অপর্ণা সেনকে ট্যাগ করে তাঁকে সরাসরি নিশানা করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
এ’ ব্যাপারে অপর্ণা সেন বলেছেন, ‘ওঁরা যা খুশি নিজেদের ইচ্ছা মত বলতে পারেন। যে ঘটনা ঘটছে দেশে, সেই ব্যাপারে মন্তব্য করছি আমি।
তাঁরা যদি জবরদস্তি কিছু বলতে চান, তাহলে বোঝাই যাবে স্পষ্ট যে তাঁরা মানুষের ওপর জবরদস্তি করেন’।