ষ্টার জলসাতে ১ সপ্তাহ হলো শুরু হয়েছে নতুন একটি ধারাবাহিক ” খুকুমনি হোম ডেলিভারি ” (Khukumoni Home Delivery) ।
বাংলা সিরিয়াল জগতে নতুন নতুন অনেক ধারাবাহিকে শুরু হয়েছে।
খুকুমনি হোম ডেলিভারি সিরিয়ালটি এই কদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
একেবারে অভিনব চিন্তাকে তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে।
সুন্দর একটি গল্প রয়েছে এই ধারাবাহিকের।
খুকুমনি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery) সিরিয়ালে একটি মেয়ের গল্পকে তুলে ধরা হয়েছে যে নিজের হাতে রান্না করে খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় অর্থাৎ হোম ডেলিভারি করে।
তাঁর স্বপ্ন সে একদিন নিজের হাতে বানানো খাবার সকলের বাড়িতে শুধু পৌঁছে না , যাঁরা বৃদ্ধ, বা অনাথ, বা যাঁদের জোটন করে খাবার খাওয়ানোর কেউ নেই তাঁদের নিজের হাত খাইয়ে দেবে খুকুমনি নিজেই।
ধারাবাহিকে নায়ককে মানসিকভাবে অসুস্থ দেখানো হয়েছে যাঁর খাবার দায়িত্ব রয়েছে নায়িকা খুকুমনি উপর।
কিভাবে সে নায়কের জীবনের সকল দায়িত্ব নেয় , কি হতে চলেছে এরপর ধারাবাহিকে তা দেখতে অবশ্যই দেখতে হবে ” খুকুমনি হোম ডেলিভারি ” (Khukumoni Home Delivery) ।
ধারাবাহিকটি রচনা এবং প্রযোজনা করেছেন সকলের পরিচিত স্নেহাশিস চক্রবর্তী।
সম্পাদক হলেন শুভজিৎ হালদার।
নায়কের ভূমিকায় রয়েছেন রাহুল মজুমদার।
নায়িকার ভূমিকায় রয়েছেন দীপান্বিতা রক্ষিত।
এছাড়াও সিরিয়ালে আরও আছেন বিশিষ্ট অনেক অভিনেতা ও অভিনেত্রী।
ধারাবাহিকটি ১ নভেম্বর থেকে ষ্টার জলসাতে শুরু হয়েছে।
দেখা যাবে সোমবার থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়।
আরও পড়ুন :Kaun Banega Crorepati 13: কেবিসি তে এলেন সোনু সুদ ও কপিল শর্মা