দেশের ভিতরেই বিমান রুটে গো ফার্স্ট (Go First) আরও ৩২টি নতুন বিমান চালু করল। ওয়াদিয়া গ্রুপের এয়ারলাইন সংস্থা এবার নিজেদের নেটওয়ার্কে যোগ করল অমৃতসর, সুরাত, দেহরাদুন এবং আইজল প্রভৃতি জায়গাকে৷

এই বিমানবন্দরগুলিকে নিজেদের রুটের আওতায় আনল গো ফার্স্ট(Go First)। দিল্লি, মুম্বই, শ্রীনগর, বেঙ্গালুরু, কলকাতা এবং গুয়াহাটির সঙ্গে কানেক্টিভিটি বাড়ানো হল বিমান সংখ্যা বাড়িয়ে (Go First has introduced 32 new flights)।

গো ফার্স্টের সিইও কৌশিক খোনা (Kaushik Khona) জানান, ‘‘বিমানযাত্রীরা যাতে রোজ পরিষেবা পান এবং বেশি শহরে সহজে যাতায়াত করতে পারেন।

সেই উদ্দেশ্যেই আমাদের সংস্থার নেটওয়ার্ককে শক্তিশালী করার চেষ্টা করছি৷ আমরা মনে করি এই নতুন বিমানবন্দরগুলি আমাদের দেশের ভিতরের বিভিন্ন মেট্রোপলিটন শহর ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিতে যোগাযোগ বাড়াবে, যাতায়াত করতে আরও সুবিধা হবে যাত্রীদের৷’’

আপাতত প্রথমে সুরত থেকে বেঙ্গালুরু পর্যন্ত ডিরেক্ট ফ্লাইট পরিষেবা চালু করেছে গো ফার্স্ট(Go First)। প্রতিদিন একটি করে বিমান থাকবে আপাতত৷

এর পাশাপাশি দিল্লি এবং কলকাতা থেকে হায়দরাবাদ, বাগডোগরা, পটনা, শ্রীনগর, গুয়াহাটি, জম্মু, লখনউ এবং রাঁচির ফ্লাইটও মিলবে এবার। এছাড়া কলকাতা-আইজল এবং দিল্লি-আইজল রুটেও বিমান(Flight) চালানো শুরু করতে চলেছে গো ফার্স্ট।

Go First is going to launch their new flights
গো ফার্স্ট

পাশাপাশি অমৃতসর থেকে দিল্লি রুটেও তিনটি নতুন ফ্লাইট চালু করছে গো ফার্স্ট ৷ এছাড়া অমৃতসর-শ্রীনগর রুটেও বিমান চালাচ্ছে গো ফার্স্ট।

দুপুর ১২.১০ মিনিটে অমৃতসর থেকে শ্রীনগরের ফ্লাইট থাকছে৷ সেটি শ্রীনগর পৌঁছায় দুপুর ১টায় ৷