দীপাবলির দপর থেকে ভয়াবহ পরিস্থিতি রাজধানীর দিল্লির (Delhi) বায়ুর। বিষাক্ত বায়ুতে ময় হয়ে রয়েছে রাজধানীর গোটা আকাশ।

বাজি পোড়ানোর খেসারত দিতে হচ্ছে এখন নাগরিকদের। কার্যত দমবন্ধ অবস্থা হয়েছে দিল্লির বাসিন্দাদের।

এমন পরিস্থিতি দেখে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও। কীভাবে এই অবস্থা থেকে বেরোনো সম্ভব? কেন্দ্রকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরিভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার পরমার্শ দিয়েছে শীর্ষ আদালত।

শনিবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা (N V Ramana) বলেন,

‘প্রয়োজনে দু’দিনের লকডাউন (Lockdown) করা হোক দিল্লিতে।’

দেরি না করে জরুরি ভিত্তিতে আগামী সোমবারের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে দিল্লিকে নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

প্রায় সপ্তাহখানেক ধরে দূষিত বায়ুর চাদরে ঢেকে গিয়েছে দিল্লির(Delhi) আকাশ।

তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রামানা(N V Ramana) তিনি বলেন, ‘আপনারাই দেখুন পরিস্থিতি কতটা উদ্বেগজনক হয়ে যাচ্ছে দিনে দিনে।

Delhi air condition is dangerous now
সুপ্রিম কোর্ট

এমন কী বাড়িতেও মাস্ক পরে থাকতে হচ্ছে দিল্লির মানুষকে।

আপনারাই বলুন রি পরিস্থিতি স্বাভাবিক করে তোলা কিভাবে সম্ভব? জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্র।

প্রয়োজনে দু’দিনের লকডাউন করা হোক প্রয়োজনে দিল্লিতে(Delhi)। বাতাসে দূষণের মাত্রা কমাতে কেন্দ্র কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানানো হোক শীঘ্রই।’

দিল্লির বায়ুতে গোটা এখন একটা দিন শ্বাস নেওয়া মানে দিনে কুড়িটি সিগারেট খাওয়ার সমান।

এই পরিস্থিতির সম্পূর্ণ দায় পঞ্জাব সরকারের উপর দোষ চাপিয়ে দিয়ে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়

‘আমরা খড় পোড়ানো বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি।

গত চার-পাঁচ দিনে যে পরিমাণ বাতাস দূষিত হয়েছে তার মূল উৎস হল এই খড় পোড়ানো।’

কেন্দ্রের এই উত্তর অবশ্য মোটেই পছন্দ হয়নি শীর্ষ আদালতের।

আরও পড়ুন – Go First: বিমানে হরদম যাতায়াত আপনার? চালু হচ্ছে নতুন বিমান