বিতর্ক ছাড়া দিলীপ ঘোষ(Dilip Ghosh) এ যেন ভাবাই যায় না। গত কয়েক মাস তাতে ভাটা পড়লেও শুক্রবার ফের তা পাশাপাশি বসল।

আবারও মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সব-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। দিলীপ ঘোষ হঠাৎ বলে বসেন, ‘তৃণমূলে একজনই পুরুষ, বাকি সবাই মহিলা।’

কলকাতা ও হাওড়া পুরসভা ছাড়া বাকি রাজ্যের পুরসভার ঘোষণা বাকি এখনও, তবে কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেছে।

চড়ছে তৃণমূল-বিজেপি নেতৃত্বের একে অপরের প্রতি টিকাটিপ্পনী।

সম্প্রতি বিতর্কের সূত্রপাত হয়েছে সেই থেকেই। বৃহস্পতিবার তৃণমূলের যুব শাখার প্রধান সায়নী ঘোষ(Sayani Ghosh)

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘কোনও মহিলার পক্ষেই বিজেপিতে থাকা সম্ভব নয়৷

Dilip Ghosh attacked Sayani Ghosh
যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ

বিজেপি নারীবিদ্বেষী দল।’ সায়নীর এই মন্তব্যের জবাব দিতে গিয়েই সেখানে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ।

বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, ‘সায়নী কী নিজেকে পুরুষ মনে করেন?’

তারপরই বিজেপিতে মহিলাদের কীভাবে সম্মান করা হয় ও গুরুত্ব দেওয়া হয় তার খতিয়ান পেশ করেন তিনি।

দিলীপ ঘোষের কথায়, ‘বিজেপি দেশজুড়ে চারজন-পাঁচজন মহিলাকে রাজ্যপাল করেছে।

আমাদের সময়ই প্রথম মহিলা বিদেশমন্ত্রী, প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী সবই হয়েছেন।’

বক্তব্যের শেষে তিনি আরও বলেন, ‘ওঁরা যাকে মহিলা নেত্রী ভাবেন, তিনি তো নিজেকে মহিলা ভাবেন না।

তৃণমূলে একজনই পুরুষ আছেন। বাকি তো সবাই মহিলা।’

দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। মন্তব্য মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননা ও কুরুচিকর বলে মনে করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে(Nandigram) প্রচারে গিয়ে তৃণমূল নেত্রীর পা ভেঙে যাওয়ার পর তাঁকে বার্মুডা পরার পরামর্শ দিয়েছিলেন দিলীপ ঘোষ।

সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।

ভোটের পরে বিজেপির পরাজয়ের অন্যতম কারণের মধ্যে এটিকেও বিবেচনা করেছে দলের অভ্যন্তরীণ সদস্যরাই।