‘নন্দীগ্রাম (Nandigram) শুধুমাত্র একটা জায়গা নয়। নন্দীগ্রাম (Nandigram) হল একটা ইতিহাস যা কোনওদিনই ভুলিয়ে দেওয়া সম্ভব নয়।’

বুধবার নন্দীগ্রাম স্মরণসভার দিনে টুইট করে এমনই বার্তা দিলেন(Tweet) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

এই দিন একই বার্তা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।

২০০৭-এর ১০ই নভেম্বর, নন্দীগ্রামে গুলি চালানোর প্রতিবাদে আজ পৃথকভাবে স্মরণ সভা করছে বিজেপি এবং তৃণমূল।

বুধবার দুপুরে গোকুলনগরের কর পল্লিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘নন্দীগ্রাম শুধুমাত্র একটা নাম বা জায়গার নাম নয়।

নন্দীগ্রাম(Nandigram) হল বাংলার মানুষের ইতিহাস যা কোনওদিনই ভুলিয়ে দেওয়া সম্ভব নয়।

নন্দীগ্রাম হল আন্দোলনের মাটি, রক্ষার মাটি, আশ্রয়ের মাটি, বিশ্বাসের মাটি।

নন্দীগ্রামের মানুষ আগেও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে আমরা জানি।’

এই দিন অতীতের স্মৃতি টেনে তিনি টুইটারে লিখেছেন, ‘নন্দীগ্রামে রক্তস্নাত সূর্যোদয়ের আজ ১৪তম বর্ষপূর্তি।

    Kunal Ghosh and Suvendu Adhikari both went to Nandigram today, 10th November. Suvendu Adhikari put garland on 'shahid bedi'.নন্দীগ্রামে শুভেন্দু

নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সকল অমর শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।’

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যতদিন তৃণমূলে ছিলেন, ততদিন এই ১০ই নভেম্বর নন্দীগ্রামে একটিই অনুষ্ঠান হত।

গতবছর এই রীতির বাইরে গিয়ে বিজেপিতে (BJP) যোগদানের আগেই এই দিনে আলাদা অনুষ্ঠান করেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, আজ স্মরণসভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

কিন্তু এই বছর তৃণমূল ও বিজেপির তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হচ্ছে।  সকালে নন্দীগ্রামের গোকুলনগরের কর পল্লিতে তৃণমূলের তরফে কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস রায়(Tapas Roy), দোলা সেন (Dola Sen)-সহ নন্দীগ্রামের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।

এরপর বুধবারই দুপুরে ওই একই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছে।