গত দু’বছর ধরে করোনা বিধ্বস্তের কারণে জন সমাগম এড়াতে বহু বৈঠক , সম্মেলন বন্ধ হয়ে গিয়েছিল।এই কারণে অন্যান্য সম্মেলনের মতো বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনও (World Bengal Trade Conference ) বাতিল হয়ে যায়।
দুই বছর বন্ধ ছিল এই সম্মেলন। আয়োজন করতে পারেনি রাজ্য সরকার।
তবে টিকাদান অনেকটাই এগিয়েছে। অনেক মানুষেরই দুটো টিকা নেওয়া সম্পন্ন হয়েছে।
তাছাড়া এখন করোনার প্রকোপ অনেকটা কম।
অনেক প্রতিষ্ঠান খুলে গেছে আবার জন সমাবেশও হচ্ছে বিশেষ কিছু ক্ষেত্রে আর তাই এবার রাজ্যে বিনিয়োগ এর জন্যে আগামী এপ্রিলেই হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (World Bengal Trade Conference )।
সোমবার এমনটাই জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে পারে বলে জানা যাচ্ছে ।
এর আগেও যখন রাজ্য সরকার এই সম্মেলনের আয়োজন করতো তখন বহু খ্যাতনামা মানুষের উপস্থিতিতে তা হতো।
আগের আয়োজিত ওই সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা সকলে উপস্থিত থাকতেন ।
ফলে ২০২২ সালের সম্মেলনেও বিশ্ব তথা দেশ-বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন। এ বারে অবশ্য , আগের চেয়ে আরও বড় আকারে সম্মেলন (World Bengal Trade Conference )আয়োজন করার চিন্তা করা হচ্ছে এবং তার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতিও নিচ্ছে ।
রাজ্য সরকার সুত্রে জানা যাচ্ছে , সম্মেলনের (World Bengal Trade Conference ) জন্য একটি নির্দিষ্ট কমিটিও তৈরি করা হয়েছে যা গুরুত্বপূর্ণ সকল দিক মাথায় রেখে সুস্থভাবে সম্পূর্ণ সম্মেলনটি আরও বড়ো করে আয়োজনের ব্যবস্থা করবে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটিতে আছেন , পাশাপাশি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও কমিটিতে আছেন।
বিশ্ব বাণিজ্য সম্নেলন কখন কিভাবে হবে তা নিয়ে শিল্পপতিদের খুব শীঘ্রই সবিস্তারে জানানো হবে।
এখনও পর্যন্ত এই নিয়ে শিল্পপতিদের সাথে বিস্তারিতভাবে কোনো কোথায় হয়নি রাজ্য সরকারের।
২০২০এবং ২০২১ এই দু’বছর ধরে এই বাণিজ্য সম্মেলন হয়নি তার ফলে এ বছর সেই অভাব পূরণ করতে হবে রাজ্যকে ।
আরও পড়ুন : Padma Shri Award : পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত