দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো পদ্মশ্রী ( Padma Shri Award) ।

ভারত সরকার দ্বারা এই পুরোস্কার যোগ্য ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।

পদ্মশ্রী পুরস্কার মূলত শিল্প, ক্রীড়া, সাহিত্য, বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের নিজ নিজ যোগ্যতা বিচারের পর তাঁদের অবদানের উপর ভিত্তি করে স্বীকৃতি দেওয়ার জন্য ভারতের যোগ্য প্রাপককে দেওয়া হয়।

এ বছর এই পুরস্কার বিজেতা রয়েছেন বেশ কয়েকজন।

তাঁদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, আদনান সামি সহ বহু খ্যাতনামা তারকারা।

এই পুরস্কার হল প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বার্ষিক ঘোষিত ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির মধ্যে অন্যতম ।

পুরষ্কার তিনটি বিভাগে দেওয়া হয়: পদ্মবিভূষণ , পদ্মভূষণ এবং পদ্মশ্রী ( Padma Shri Award) ।

রাষ্ট্রপতি এ বছর ১১৯টি পুরস্কার প্রদান করবেন।

তালিকায় সাতটি পদ্মবিভূষণ, 10টি পদ্মভূষণ এবং 102টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২৯ জন নারী, ১৬ জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত এবং একজন ট্রান্সজেন্ডার পুরস্কারপ্রাপ্ত।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ আরও অন্যান্য অনেকে।

সংবাদসংস্থা এএনআই প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পদ্মশ্রী পুরস্কার ( Padma Shri Award) তুলে দিচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এর হাতে ।

প্রতিবেদনে উল্লেখিত রয়েছে, ‘অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পাচ্ছেন পদ্মশ্রী ২০২০’।

অন্যদিকে সঙ্গীতশিল্পী আদনান সামিও রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিয়েছেন এদিন ।

জনপ্রিয় ওই গায়ককে অনুষ্ঠানে ঝকঝকে কালো শেরওয়ানিতে হাজির ছিলেন ।

পণ্ডিত ছান্নুলাল মিশ্র আজ পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হন। এএনআই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বিশিষ্ট হিন্দুস্তানি ক্লাসিক্যাল গায়ক পণ্ডিত ছান্নুলাল মিশ্র পদ্ম বিভূষণ ২০২০ সম্মানে সম্মানিত হলেন।’

এছাড়াও বিভিন্ন কর্মক্ষেত্রের কৃতী মানুষরা এদিন সম্মানিত হন।

তাঁদের অন্যতম হলেন এয়ার মার্শাল ড. পদ্মা বন্দ্যোপাধ্যায়, মহিলা হকি টিমের অধিনায়ক রানি রামপাল, ড. রমণ গঙ্গাখেদকর, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও প্রমুখ।

আরও পড়ুন: Tathagata Roy: দিলীপ-তথাগত কাণ্ডে অস্বস্তি বাড়ছে বিজেপির