ঝষি ধবন (Rishi Dhawan)মাঠে নামতেই সবার মনে একটাই প্রশ্ন, মুখের উপর হঠাৎ বর্মের মতো কী পরে রয়েছেন তিনি? চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে শুধু বল হাতে নয়, বর্ম দিয়েও নজর কাড়লেন ঋষি।

ঋষি ধবনের (Rishi Dhawan) রঞ্জি খেলার সময় নাকে চোট লেগেছিল। সেই কারণেই শুরুর দিকের ম্যাচগুলিতে খেলতে পারেননি তিনি। ২০১৬ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে শেষ বার আইপিএল খেলেছিলেন ঋষি। এ বারের আইপিএলে সেই দলই তাঁকে ফের কিনে নেয়। ৫৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কেনে পাঞ্জাব। ১১ রানে চেন্নাইকে হারিয়ে জিতেছে পাঞ্জাব। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ঋষি (Rishi Dhawan)। শিবম দুবে এবং শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনির মতো ব্যাটারের উইকেট নেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: Punjab Kings : চেন্নাই এর বিরুদ্ধে আজ বড় জয়লাভ পাঞ্জাবের

ম্যাচের আগের দিন টুইটারে এক ভিডিওতে ঋষি (Rishi Dhawan) বলেন, “চার বছর পর আইপিএলে ফিরছি, তাই রঞ্জি খেলতে গিয়ে চোট পাওয়ায় মন ভেঙে গিয়েছিল। অস্ত্রোপচার করতে হয়েছে, সেই কারণেই প্রথম চারটে ম্যাচে খেলতে পারিনি। তবে এখন প্রথম দলে খেলার জন্য আমি তৈরি। প্রচুর অনুশীলন করছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করছি।”