ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক ইঅন মর্গ্যান (Eoin Morgan)। গত বছর তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। দলকে ফাইনালেও নিয়ে গেছিলেন তিনি। তবে এ বার দল পাননি মর্গ্যান। কলকাতা তো বটেই, কোনও দলই নিলামে তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। দল না পেয়ে এত দিনে মুখ খুললেন তিনি।
এ প্রসঙ্গে মর্গ্যান (Eoin Morgan) বলেন, ‘‘সত্যি বলতে খুব একটা খারাপ লাগছে না। বিশ্বের সেরা প্রতিযোগিতায় খেলতে পারার অভিজ্ঞতা অবশ্য সম্পূর্ণ আলাদা। আইপিএলে যে কয়েক বছর খেলেছি অনেক ভাল মুহূর্তের সাক্ষী থেকেছি। অনেক কিছু শিখেছি। সেই অভিজ্ঞতা আমাকে আরও পরিণত করেছে।’’
আরও পড়ুন: Rajasthan Royals: লখনউকে হারিয়ে শীর্ষ স্থানে রাজস্থান
এই মরসুমে সুযোগ না পাওয়ায় পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছেন মর্গ্যান (Eoin Morgan)। সামনের লম্বা ক্রিকেট মরসুমের আগে এই বিশ্রাম প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। মর্গ্যান জানান, ‘‘এর পরে একেবারে বিশ্বকাপ পর্যন্ত টানা ক্রিকেট রয়েছে। তাই তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগছে।’’