কিছুতেই ছন্দে ফিরতে পারছেন না বিরাট কোহলী (Virat Kohli)। তাঁর ব্যাটে রানের খরা কিছুতেই কাটছে না। অনেকেই অনেক উপদেশ দিচ্ছেন। কিন্তু কোনও ভাবেই রান পাচ্ছেন না কোহলী। তিনি আবার এ-ও বলে দিয়েছেন, বাইরের আওয়াজে কান দিতে চান না। আর এমন অবস্থায় সুনীল গাওস্কর সাফ জানিয়ে দিলেন, একমাত্র ভাগ্যের সাহায্যেই রানে ফিরতে পারেন কোহলী।
আজ, শুক্রবারও পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ২০ রানে আউট হয়ে যান কোহলী (Virat Kohli)। কোহলীকে রানে ফেরার উপদেশ দিতে গিয়ে গাওস্কর মজা করে বলেন, “ও বরং প্রথম ১৬ বল পর্যন্ত ঠুকে খেলুক। তার পর রান করা শুরু করুক।”
আরও পড়ুন: Football League: তরুণদের মাঠে নামাতে ফুটবল লিগ শুরু বর্ধমানে
আবার পরক্ষণেই বিরাটকে (Virat Kohli) নিয়ে বলেন, “এ ছাড়া আর ওকে কী-ই বা বলতে পারি? ৭০টা আন্তর্জাতিক শতরান রয়েছে ওর। ওকে দেওয়ার মতো আর কোনও পরামর্শ নেই। ওর ভাগ্যটা বদলাতে হবে।”