চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়ডু (Ambati Rayudu)। আইপিএলের মাঝেই অবসরের কথা ঘোষণা করেন রায়ডু। তিনি জানান, এ বারই শেষ। এই মরসুমের পরে আর আইপিএল খেলবেন না। যদিও এই ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেলেন তিনি। আর তার পরেই শুরু হয় বিতর্ক।

সুত্রের খবর, রায়ডু (Ambati Rayudu) টুইটে লেখেন, ‘‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার শেষ আইপিএল মরসুম। ১৩ বছর দু’টি বড় দলের অংশ হয়ে খুব ভাল সময় কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।”

আরও পড়ুন: Football League: তরুণদের মাঠে নামাতে ফুটবল লিগ শুরু বর্ধমানে

যদিও রায়ডুর (Ambati Rayudu) এই প্রসঙ্গ নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রায়ডু যে এভাবে মরসুমের মাঝে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানতেন না চেন্নাই ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও চেন্নাইয়ের দু’টো খেলা বাকি। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। আর তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু।