মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে।ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচলে ।জানা যায় আটক দুই জনের মধ্যে একজন কংগ্রেস ও অপরজন সিপিআইএম কর্মী।

সূত্রের খবর অভিযুক্ত দুই জন হল চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও সিপিএমের কর্মী শফিকুল আলম। অভিযোগ, তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে। গত কয়েকদিন ধরে তারা তাদের ফেসবুক প্রোফাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন বলে অভিযোগ। ওই পোস্টে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ। পোস্টটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় তৃণমূল শিবিরে। এই নিয়ে মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন চাঁচল ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।

জানা যায় এরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে সিপিআইএম ও কংগ্রেসের দুই কর্মীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

আরো পড়ুন:Protest against price increase:পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের