আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।রাত পোহালেই বালিগঞ্জ-আসানসোলে (Baliganj-Asansol) উপনির্বাচন।সূত্রের খবর বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনের জন্য মোতায়ন করা হয় ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।এদিন মোট বাহিনীর সংখ্যা বেড়ে হল ১৩৮ কোম্পানি।৫ কোম্পানি বাহিনী বাড়ানো হল আসানসোলে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুই কেন্দ্রের প্রতিটি বুথের ভেতরে এবং বুথের ২০০ মিটারের মধ্যে কেবল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি বুথের ভেতরে থাকবে ২ জন করে কেন্দ্রীয় জওয়ান। বুথের ২০০ মিটারের বাইরে নিরাপত্তা দেখভাল করবে কেন্দ্রীয় পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। এক্ষেত্রে প্রতিটি সেক্টর অফিসেও থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। পাশাপাশি QRT টিমে থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৮ জওয়ান, ১ জন এএসআই ও রাজ্য পুলিশ।২০২২-এর উপনির্বাচনের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিশেষ নজরদারি চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আসানসোলে নির্বাচন নিয়ে অতীতের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। সেই অভিজ্ঞতাই চিন্তা বাড়াচ্ছে কমিশনের। তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র। তবে কেবল আসানসোলই নয়, বালিগঞ্জেও ভোট চলাকালীন ঝামেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রেও ব্যাপক জোর দেওয়া হয়েছে।

 

কমিশন সূত্রে খবর, বালিগঞ্জের প্রতিটি বুথেই লাগানো হয়েছে সিসিটিভি। অর্থাত্‍ বালিগঞ্জের ১০০ শতাংশ বুথই থাকবে সিসিটিভি নজরদারির আওতায়।এছাড়াও জানা যায় কোনও গাফিলতির খবর মিললে কমিশনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। আর নিরাপত্তা নিয়ে যাতে কোনও গাফিলতি দেখা না দেয় তা নিশ্চিত করতেই আরও ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

আরো পড়ুন:Asansol Lok Sabha: ফের রাজনৈতিক ঝড় উঠেছে আসানসোলের বুকে