বগটুইকাণ্ড নিয়ে সরগরম বাংলার রাজনীতি।এবার এই বগটুই কাণ্ড নিয়ে মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)।বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র ঘাটালের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সম্প্রতি রামপুরহাটের বগটুই কাণ্ড প্রসঙ্গে এদিন প্রতিক্রিয়া দেন তিনি।

অনুষ্ঠানে দাঁড়িয়ে এদিন তারকা সাংসদ দেব (Dev)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তা কখনোই হওয়া উচিত নয়।তাছাড়া মানুষ ক্ষমতার অপব্যবহার করছে। রাজ্যের নাম কলঙ্কিত হচ্ছে, তাই আমি বলতে চাই ক্ষমতার জন্য যেন এমন না হয়, মানুষ মানুষকে চিনতে পারছিনা। এই কাজ যেন আর না হয়।তাছাড়া কলেজের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন , মনুষত্ব টাই আসল,আমি সমস্ত পড়ুয়াদের বলতে চাই কলেজে যেন রাজনীতি থেকে পড়াশোনা টাই বেশি হয়।মনে রাখতে হবে কলেজটা পড়াশোনার জায়গা।

এদিন দেবের মন্তব্য নিয়ে শাসক দল ও বিরোধী দলের নেতারাও তাদের মতামত ব্যক্ত করেছেন। দিলীপ ঘোষ বলেছেন,তিনি যা বলেছেন ঠিক বলেছেন।যেকোন সুস্থ ও স্বাভাবিক মানুষের কাছ থেকে এটাই কাম্য। তবে রাজ্যে অপশাসন চলছে। এদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন , এটাই আমাদের দলের সংস্কৃতি। আমরা ভুল খুঁজে পেলে নিন্দা করতে পিছপা হই না।

 

আরো পড়ুন:Shashan: রাতভোর বোমাবাজিতে উত্তপ্ত শাসনের তেহাটা গ্রাম