বাড়ির কালীপুজোয় ভোগ রান্না করনে ‘দিদি’। যা সকলেরই জানা। বছর কয়েক আগে দিঘায় সমুদ্রের ধারের একটি দোকানে ঢুকে পড়ে চা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে, বীরভূমে একটি ভাতের হোটেলে সব্জির পদ বানাতেও দেখেছে রাজ্যবাসী।তবে এবার আবার দার্জিলিংয়ে মোমো বানালেন দিদি নিজেই।

জানা যায় প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকালে হাঁটতে যান তিনি। শিংমারি দিয়ে সকাল সাড়ে ৯টা নাগাদ হাঁটতে বেরিয়ে কথা বলেন, পথচলচি বহু স্থানীয়র সঙ্গে। একটু এগোতেই পাহাড়ি রাস্তারর বাঁকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়ারা টেবিলে মোমো নিয়ে বসেছিলেন। কেউ কেউ তৈরি করছিলেন মোমো। যা দেখেই দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘মোমো বানাচ্ছেন? বানান তো দেখি!’ মোমো বানানো সংক্রান্ত বিভিন্ন কথাও জিজ্ঞাসা করেন মহিলাদের। মুখ্যমন্ত্রীর সামনেই মোমো তৈরি করেন তাঁরা। সবটা দেখে মমতা ফের বলেন, ‘আমিও পারব।’ এরপরই এগিয়ে যান মুখ্যমন্ত্রী। হাতে লেচি তুলে নেন, তাতে পুর ঢুকিয়ে নিখুঁত মোমো তৈরি করেন তিনি এদিন।

এদিন মুখ্যমন্ত্রীকে এমনভাবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মিলেমিশে মোমো বানাতে দেখে বেশ খুশি দেখা গেলো সকলকে।

 

আরো পড়ুন:Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর নয়া উদ্যোগে এবার দার্জিলিংয়ের বুকে তৈরি হবে কফি হাউস