অনেক সময় ধরে অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য লক্ষ্য করছে শহরবাসী। ওলা, উবের মত অ্যাপ ক্যাব(App Cab) সংস্থাগুলি সার্জ ফি-এর নামে এক ধাক্কায় অনেকটাই ভাড়া বাড়িয়েছে। অ্যাপ ক্যাবগুলিতে প্রতি কিলোমিটার যেতে এখন ১৪ টাকা লাগে। অনেকবার পরিবহন দপ্তরের সাথে বৈঠক করার পরেও কোনো সুরাহা মিলেনি এই বিষয়ে। এইবার অ্যাপ ক্যাব এর ভাড়া নিয়ন্ত্রণের জন্য বিধানসভায় নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার।
জানা যাচ্ছে আগামী বুধবার অর্থাৎ ৬ তারিখ উবের অ্যাপ ক্যাব(App Cab) সংস্থাটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। অতিরিক্ত ভাড়া বৃদ্ধির বিষয়ে উবের সংস্থার বক্তব্য পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে। কিন্তু অ্যাপ ক্যাবের(App Cab) ভাড়া বৃদ্ধির ফলে হয়রানি হচ্ছে আমজনতার। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিন বলেন অ্যাপ ক্যাব(App Cab) সংস্থার লাগামহীন ভাড়া নিয়ন্ত্রণের জন্য বিধানসভায় নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। অ্যাপ ক্যাবের পাশাপাশি বেসরকারি বাসেও লাগামহীন ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে বহুবার। এই নিয়ে পরিবহনমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন বেসরকারি বাসের জন্য উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। তিনি জানান সিএনজি ও ব্যাটারি চালিত যানবাহন আনার প্রচেষ্টা চলছে।