পেট্রোল-ডিজেলের পর এবার দাম বাড়লো ভারতের সর্বাধিক বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ির। এক লাফে ২৫ হাজার টাকা দাম বৃদ্ধি হল টাটা নেক্সন ইভি(TATA Nexon EV)-র। তবে হঠাৎ কেন এই মূল্যবৃদ্ধি? এই বিষয়ে যদিও মুখ খোলেনি টাটা।

যদিও এই বছরের শুরুতে একবার দাম বাড়ানো হয়েছিল এই মডেলের। ক্রমাগত মূল্যবৃদ্ধি ও ইনপুট খরচ বৃদ্ধির কারণে এই হঠাৎ মূল্য বৃদ্ধি এমনটাই ধারণা করা হচ্ছে।

বর্তমান বাজারে পাঁচ রকম ভ্যারিয়েন্ট এর নেক্সন ইভি(TATA Nexon EV) পাওয়া যায়। পাঁচটি মডেলের দাম বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। মডেল গুলির নাম এক্সএম, এক্সজেড প্লাস, এক্সজেড প্লাস লাক্সারি, ডার্ক এক্সজেড প্লাস এবং ডার্ক এক্সজেড প্লাস লাক্সারি।

পূর্বের টাটা নেক্সন ইভি-র দাম ছিল ১৪.২৯ লক্ষ টাকা। এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪.৫৪ লক্ষ টাকা। টাটা নেক্সন ইভির শীর্ষ মডেল টাটা নেক্সন ইভি ডার্ক এক্স জেড প্লাস লাক্সারির দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭.১৫ লক্ষ টাকা যা আগে ১৭ লাখ টাকার কম ছিল।

বৈদ্যুতিক গাড়ির বাজারে টাটা নেক্সন ইভি একাই ৬০% দখল করে রয়েছে। ভারতের বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয় টাটা নিক্সন ইলেকট্রিক্যাল ভেহিকেল। ২০১৯ সালে লঞ্চ করা ইলেকট্রিক গাড়িটির এখনো পর্যন্ত ১৩,৫০০ টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে।