রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে বছরভর যুদ্ধ চালিয়েও যায় তবে ইউক্রেনকে সমর্থন করে যাবে ন্যাটো(NATO)। এমনকি ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এও জানিয়েছে যে ইউক্রেনকে পুরনো অস্ত্রের বদলে আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করবে ন্যাটো।

বেলজিয়ামের ব্রাসেলসে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ন্যাটোর(NATO) মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, ‘আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি প্রয়োজন। এই যুদ্ধ কয়েক মাস এমনকী, বছর পেরিয়েও চলবে, সেই প্রস্তুতি আমাদের রাখা দরকার।’

এমনকি পরবর্তীকালে ন্যাটো(NATO) কিভাবে ইউক্রেনকে সাহায্য করতে চায় সে বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব। তার বক্তব্য তিনি একাই নন বরং ন্যাটোর সব শরিকরাই ইউক্রেনকে সাহায্যের ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার জন্য বৃহস্পতিবার কিয়েভে পৌঁছন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার সাথে তার বৈঠকের কথা রয়েছে। জানা যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরের এক গোপন স্থানে সেই বৈঠকের আয়োজন করা হয়েছে।

ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তিনি ইউক্রেনকে আরো বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করতে চান। বাইডেন ৩,৩০০ কোটি মার্কিন ডলার দিয়ে অর্থ সাহায্য করতে চান ইউক্রেনকে। তিনি জানিয়েছেন এই অর্থ বরাদ্দের অনুমতি দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছে তিনি অনুমতি চাইবেন। সাথে তিনি এও জানিয়েছেন যে রাশিয়ার বিরুদ্ধে যাতে আরও বেশি করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেদিকেও দৃষ্টিপাত করবেন তিনি।