ট্যাংরার (Tangra) একটি চামড়ার গোডাউনে আগুন লাগায় উত্তেজনার ছড়িয়েছে পুরো এলাকায়। ঘিঞ্জি এলাকায় হওয়ায় সময় বাড়তে আগুন ছড়িয়ে যায় পার্শ্ববর্তী এলাকায়। আগুন নেভাতে ১৫ টি ইঞ্জিন পৌঁছায় দমকলের। আহত দুজন দমকলকর্মী। ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পরায় আশেপাশে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ।
সূত্রের খবর অনুযায়ী এদিন সন্ধে ছটা নাগাদ ট্যাংরার (Tangra) মেহের আলি লেনে চামড়ার গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে অনেক অসুবিধায় পড়তে হয় দমকল কর্মীদের।
গুদামের ভেতর প্রচুর পরিমাণে চামড়া থাকায় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আগুন থেকে যাতে আরো কোনো বড় বিপদে যাতে না হয় তার জন্য এলাকার সংলগ্ন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকল সূত্রের খবর অনুসারে প্রায় ১২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দমকল কর্মীদের বক্তব্য এলাকায় প্রয়োজনীয় জলের উৎস না থাকায় সমস্যা দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে ট্যাংরা থানার পুলিশ স্থানীয় কাউন্সিলর জীবন সাহা ঘটনাস্থলে উপস্থিত হন। কাউন্সিলর জানান পাশের খাল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা যায় কিনা দেখা হচ্ছে।
দুর্ঘটনার খবর শুনে তৎপর দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu) ঘটনাস্থলে পৌঁছায়। গুদামে উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল বলে কিনা খতিয়ে দেখবেন বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে ঘটনার খবর নেন এবং এই ঘটনা যে অন্যান্য অগ্নিকাণ্ডের থেকে অনেক বড় ঘটনা তাও তিনি স্বীকার করেন।
আরও পড়ুন :
Jute Mill Labours: চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে নয়া পন্থা শ্রম দপ্তরের