শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেই বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় বাংলাদেশ। তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিনের খেলার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩১৮। তামিম ইকবালের (Tamim Iqbal) শতরানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো জায়গায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় আয়োজকদের রান ছিল ৭৬। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং তামিম অপরাজিত ছিলেন যথাক্রমে ৩১ ও ৩৫ রানে।
সুত্রের খবর, মঙ্গলবার সকালেও ভালো শুরু করেন বাংলাদেশের দুই ব্যাটার তামিম (Tamim Iqbal) এবং মাহমুদুল। কিন্তু অর্ধশতরান পূর্ণ করার পর বড় ইনিংস খেলতে পারলেন না মাহমুদুল। আসিথা ফার্নান্ডোর বলে আউট হলেন ৫৮ রান করে। প্রথম উইকেটের জুটিতে বাংলাদেশ তুলল ১৬২ রান।
আরও পড়ুন: Virat Kohli: পাক অধিকৃত কাশ্মীরে খেলতে কোহলীকে আমন্ত্রণ!
তবে ওইদিন উইকেটের অন্য প্রান্তে লক্ষ্যে অবিচল ছিলেন তামিম (Tamim Iqbal)। ব্যক্তিগত ১৩৩ রানের মাথায় পায়ের পেশিতে টান ধরায় আর ব্যাট করতে পারেননি তিনি। অবসৃত হয়ে মাঠ ছাড়েন। আর ১৯ রান করলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন তিনি।